- ধারাবাহিক ভাবে কম্পিউটার সমন্ধে এক্সপার্ট একদম নতুনদের জন্য [পর্ব-০১] :: কম্পিউটারের ইতিহাস
- ধারাবাহিক ভাবে কম্পিউটার সমন্ধে এক্সপার্ট হন, একদম নতুনদের জন্য [পর্ব-০২] :: কম্পিউটার কেনার আগে যা জানা জরুরী
- ধারাবাহিক ভাবে কম্পিউটার সমন্ধে এক্সপার্ট হন, একদম নতুনদের জন্য [পর্ব-০৩] :: একটি নতুন পিসি/ল্যাপটপ কেনার পর যে বিষয়গুলো প্রথমেই করে নেবেন
- ধারাবাহিক ভাবে কম্পিউটার সমন্ধে এক্সপার্ট হন, একদম নতুনদের জন্য [পর্ব-০৪] :: পিসি ব্যবহারকারীর সাধারণ কিছু ভুল
- ধারাবাহিক ভাবে কম্পিউটার সম্পর্কে এক্সপার্ট হন, একদম নতুনদের জন্য [পর্ব-৫] :: Windows xp install
- ধারাবাহিক ভাবে কম্পিউটার সম্পর্কে এক্সপার্ট হন, একদম নতুনদের জন্য [পর্ব-০৬] :: পিসিতে পাসওয়ার্ড দিয়ে লগ করে রাখুন
- ধারাবাহিক ভাবে কম্পিউটার সম্পর্কে এক্সপার্ট হন, একদম নতুনদের জন্য [পর্ব-০৭] :: লগইন পাসওয়ার্ড না যেনেই, কম্পিউটার ওপেন করুন
- ধারাবাহিক ভাবে কম্পিউটার সম্পর্কে এক্সপার্ট হন, একদম নতুনদের জন্য [পর্ব-০৮] :: administrator পাসওয়ার্ড দিন
- ধারাবাহিক ভাবে কম্পিউটার সম্পর্কে এক্সপার্ট হন, একদম নতুনদের জন্য [পর্ব-৯] :: Startup Password
- ধারাবাহিক ভাবে কম্পিউটার সম্পর্কে এক্সপার্ট হন, একদম নতুনদের জন্য [পর্ব-১০] :: ফাইল হিডেন করা এবং হিডেন ফাইল শো করা
- ধারাবাহিক ভাবে কম্পিউটার সম্পর্কে এক্সপার্ট হন, একদম নতুনদের জন্য [পর্ব-১১] :: সফটওয়ার ছাড়া স্কীনশর্ট নেয়ার পদ্ধতি
- ধারাবাহিক ভাবে কম্পিউটার সম্পর্কে এক্সপার্ট হন, একদম নতুনদের জন্য [পর্ব-১২] :: মাউস cursor আইকন পরিবর্তন
- ধারাবাহিক ভাবে কম্পিউটার সম্পর্কে এক্সপার্ট হন, একদম নতুনদের জন্য [পর্ব-১৩] :: program install
- ধারাবাহিক ভাবে কম্পিউটার সম্পর্কে এক্সপার্ট হন, একদম নতুনদের জন্য [পর্ব-১৪] :: কিভাবে একটি ইন্সটল করা সফটওয়ার রিমোভ করবেন?
- কম্পিউটার সমন্ধে এক্সপার্ট হন [পর্ব-১৫] :: Windows 7 এ Default টুল্স দ্বারা স্কীনশর্ট নেয়ার পদ্ধতি
পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করলাম
আসসালামু আলাকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। তবে আর কথা বাড়িয়ে লাভ কি? বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
আমি ভেবেছি অনেক নতুন ভাইয়েরা আছে যারা নতুন পিসি কিনেছে এবং নতুন ইন্টারনেট ব্যবহার করা শুরু করেছে তাই তারা অনেক কিছুই যানে না, আমরা যা যনি তারা এথেকে অনেক পিছিয়ে আছে তাই তাদেরও আমাদের সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার এই উদ্দেগ্য, তাই আমি বাংলা টিউটোরিয়াল ধারাবাহিক ভাবে সবার সাথে শেয়ার করতে চাই এক এক পর্বে একএকটা কাজ নিয়ে আলোচনা হবে। তাহলে আজ পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করি।
গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কিভাবে আপনার পিসিতে এ্যাডমিন পাসওয়ার্ড দেয়া যায়? আজ আলোচনা করব এ্যাডমিন পাসওয়ার্ড দেয়ার আগেই আপনার কাছে আরো একটি পাসওয়ার্ড চাবে তার নাম হল ষ্টার্টআপ পাসওয়ার্ড, আপনি চাইলে সেটিও ব্যবহার করতে পারেন, তাহলে এখন দেখাব সেই পাসওয়ার্ড কিভাবে সেট করবেন?
এ জন্য আপনাকে প্রথমে রানে যেতে হবে তাহলে আপনি এই লোকেশনে যান Start>Run এখানে গিয়ে লিখুন Syskey এবার ওকে করুন, ওকে করলে নিচের মত আসবে।
পিক্সার ০১।
এখানে update এ ক্লিক করুন।
এবার নিচের মত আসবে সেখানে password start up সিলেক্ট করুন।
পিক্সার ০২।
এবার নিচের গর দুটিতে আপনার পাসওয়ার্ড লিখুন, এবং শেষে ওকে করুন।
পিক্সার ০৩।
ওকে করলে উপরের পিক্সারটির মত আসবে তাহলে বুঝবেন আপনার পাসওয়ার্ড সেট হয়ে গেছে। ওকে করে বেরিয়ে আসুন, এবং মনে করুন আপনার কাজ শেষ, এখন আপনি পিসি রিষ্টার্ট করে দেখুন, কাজ হয়েছে কিনা।
আবার এই সকল পদ্ধতিতে যদি পাসওয়ার্ড দেয়া থাকে তাহলেও আপনি কেমন করে খুলবেন? তা কি যানেন? এটা নিয়ে আমি আরো আগেই লিখে ছিলাম তাই আর কষ্ট করে লিখলাম না, তাই আপনি যদি সেই পোষ্টটি দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন।
আবার এই পদ্ধতি বন্ধ/পাসওয়ার্ড পরিবর্তন কেমন করে করবেন?
পরিবর্তন
আপনি এই লোকেশনে যান Start>Run এখানে গিয়ে লিখুন Syskey এবার ওকে করুন, এখানে update এ ক্লিক করুন। এবার নিচের গর দুটিতে আপনার পাসওয়ার্ড লিখুন, এবং শেষে ওকে করুন। ব্যাস পরিবর্তন হয়ে গেছে।
বন্ধ
এবারও ঠিক একই সিষ্টেমে যাবেন, শুদু যেখানে গেলে পাসওয়ার্ড চায় সেখানে password startup এই নামের যায়গাতে System Generated Password এটা সিলেক্ট করুন, ওকে করুন, তারপর নিচের মত একটি ডায়লক বক্স আসবে সেখানে আপনার বর্তমানে পাসওয়ার্ড দিন, এবার ওকে করুন ব্যাস কাজ শেষ।
পিক্সার ০৪।
নিচের মত যদি আসে তাহলে বুঝবেন সঠিক ভাবে কাজ হয়েছে, এবার কাজ শেষ।
পিক্সার ০৫।
তাহলে আজ এই পর্যন্তই আলোচনা রাখলাম, আবার পরবর্তি পোষ্ট নিয়ে খুব তারাতারিই আপনাদের মাঝে হাজির হব, ততক্ষন আমাদের থাকুন।
আগামি পর্বে থাকছে ( এখনও ঠিক করিনি, তবে আপনারা কি চান? বলুন, আপনাদের মতামতের উপরে আগামি পোষ্টটি করতে চাই।)
ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার
আমাদের সাইটের সকল পোষ্ট আপনার ফেসবুকের ওয়ালে পেতে পেজ লাইক করুন (পিসি হেল্প সেন্টার)
Thaks vai
ধন্যবাদ আপনাকেও সর্ব প্রথম কমেন্ট করার জন্য।
darun,,,,,,
ধন্যবাদ মন্তব্য জানানোর জন্য