আমরা অনেক সময় আমাদের কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে যাই কিংবা অন্য ভুলে পাসওয়ার্ড দিয়ে ফেলে। এই পরিস্থিতিতে আমরা নতুন করে অপারেটিং সিস্টেম ইন্সটল করে থাকি। আবার কেউ কেউ অন্যের কম্পিউটার পাসওয়ার্ড দেয়া থাকলে সেটা হ্যাক করতে চায়। আজ আমরা এই কাজটাই শিখব, কি করে কোন কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে গেলে কিংবা না জানা থাকলে কম্পিউটার ওপেন করা যাবে। প্রথমে কম্পিউটারটি ওপেন করুন। এখন পাসওয়ার্ড যেখানে চাইবে সেখানে আসলে নিচের ছবির মত আসবে।
এখন কিবোর্ড থেকে Ctrl + Alt চেপে ধরে পর পর দুইবার Delete চাপুন। তাহলে নিচের মত আসবে।
এখানে User name এর ঘরে Administrator লিখে দিয়ে Password এর ঘর খালি রেখে Ok অথবা কিবোর্ড থেকে Enter টাপুন। ব্যাস দেখুন কত সহজে কম্পিউটার কোন রকম পাসওয়ার্ড ছাড়াই ওপেন হয়ে গেল। এই কাজটি শুধুমাত্র Windows XP এর ক্ষেত্রে প্রযোজ্য। আর কারো কারো এই পদ্ধতিতে কাজ নাও হতে পারে। তাই আমি শিরোনামে (১ম পর্ব) লিখেছি কারণ আরও একটি পদ্ধতি আপনাদের শিখাবো। আশা করি এই পদ্ধতিতেই সবার কাজ হবে তবুও যদি কারো কাজ না হয় তবে ২য় পদ্ধতিতে কাজ হবে। আমাদের ওয়েবসাইট ভিসিট করতে থাকুন শীঘ্রই (২য় পর্ব) আপনাদের উদ্দেশ্যে পোষ্ট করা হবে। আর উইন্ডোস সেভেন ব্যবহারকারীদের অধৈর্য হওয়া কিংবা আফসোস করার কোন কারণ নেই। কারণ ২য় পর্বের পদ্ধতিতে Windows XP এবং Windows 7 সকল ব্যবহারকারীরা কাজ করতে পারবেন। আমাদের ওয়েবসাইটের লেখাগুলি আপনার ফেসবুক ওয়ালে পেতে চাইলে আমাদের ফেসবুক ফ্যান পেজ পিসি হেল্প সেন্টার লাইক করুন।
লেখাটি পূর্বে প্রকাশিত হয়েছে লার্ন ফর পিসি ব্লগে।