উইন্ডোস ব্যবহার করতে গিয়ে বিভিন্ন সময় আমাদের উইন্ডোস জেনুইন করে নেয়ার দরকার পড়ে। যেমন ধরুন Microsoft Security Essential এন্টিভাইরাসটি ইনষ্টল করতে উইন্ডোস জেনুইন করে নিতে হয়। আবার অনেকে কোন দরকার ছাড়া এমনিতেই শখের বশে উইন্ডোস জেনুইন করতে চায়। উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীরা এই লিংক থেকে Make Windows XP Genuine নামের ২৫১ কেবি সাইজের ছোট সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। তারপর আনজিপ করলেই কিভাবে কাজ করবেন তা নোটপ্যাড এর মধ্যে লেখা পাবেন। তবুও এখানে বলে দিচ্ছি। প্রথমে Windows XP Key Finder নামের ফাইলটি ওপেন করুন। তারপর উপরে Option মেনু থেকে Change Windows Key তে ক্লিক করুন। এখন জিপ ফাইলের মধ্যে যে নোটপ্যাড ফাইলটি ছিল সেটা ওপেন করে সিরিয়াল কি পাবেন। সিরিয়াল কী গুলো বক্সের মধ্যে কপি না করে দেখে দেখে সঠিকভাবে লিখে দিন। তারপর Change এ ক্লিক করুন সঠিকভাবে সিরিয়ার নাম্বারটি লেখা হলে মেসেজ শো করবে Your product key has been successfully updated. ব্যাস হয়ে গেল আপননার উইন্ডোস এক্সপি জেনুইন। এখন প্রশ্ন আসতে পারে যে উইন্ডোস এক্টিভ হয়েছে বুঝবেন কি করে? সেজন্য Statr > Run এ যান তারপর oobe/msoobe /a লিখে এন্টার চাপুন নিচের মত ছবি দেখলেই বুঝবেন আপনার উইন্ডোস জেনুইন হয়েছে।

www.pchelpcenterbd.com
www.pchelpcenterbd.com

এখন থেকে নিশ্চিন্তে জেনুইন উইন্ডোস ব্যবহার করুন।