শিখেনিন কিভাবে উইন্ডোজ ১০ সেটআপ করবেন (ভিডিও)
Sakkhor | ১,৫৪২ বার পঠিত | মার্চ ২১, ২০১৭ | উইন্ডোস ১০ | No | ৪:৫৪ AM |
বিসমিল্লাহি রহমানির রহিম
আসসালামুয়ালাইকুম,
কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহুর রহমতে ভালই আছেন। আমিও ভালই আছি। দোয়া করি সবাই যেন নামাজ নিয়মত পড়তে পারেন। গত পোস্টের ধারাবাহিকতা রেখে আজকে উইন্ডোজ ১০ সেটআপ দেয়ার পোস্ট দিচ্ছি। এর পরের পোষ্টে উইন্ডোজ অ্যাক্টিভ করা দেখাবো।

আমি জানি অনেকেই জানেন কিভাবে উইন্ডোজ ১০ সেটআপ করতে হয়। কিন্তু এই পোস্টটি তাদের জন্য যারা কম্পিউটার নতুন কিনেছেন অথবা এখনও জানেন না। আবার অনেকেই কম্পিউটার সার্ভিস প্রোভাইডারদের কাছে যান, অনেকে টাকা দিয়ে করে নেন, অথবা বন্ধুর পিছনে ঘুরেন।
আর লাগবে না এসব করতে কারণ খুব সহজে এই বাংলা ভিডিওটির মাধ্যমে আপনি শিখে নিতে পারেন কিভাবে সেটআপ করবেন। পুরো ভিডিওটি দেখবেন। কোন সমস্যা হলে আমাকে টিউমেন্ট এর মাধ্যমে জানাবেন। চেষ্টা করবো সমাধান করতে।
ভিডিও ঃ
কিভাবে উইন্ডোজ ৭ সেটআপ করবেন ঃ পোস্ট লিঙ্ক
কিভাবে উইন্ডোজ ৮ সেটআপ করবেন ঃ পোস্ট লিঙ্ক
আমার পোস্ট গুলো যদি আপনাদের ভাল লেগে থাকে তবে আমার ফেসবুক গ্রুপ এ যোগ দিতে পারেন এবং কম্পিউটার সম্পর্কিত যেকোনো সমস্যা আলোচনা করতে পারেন। ফেসবুক গ্রুপ
আপনি হয়তো বিষয়টি জানেন বা প্রয়োজন নেই কিন্তু অন্যরা জানে না বা অনেকের প্রয়োজন, তাই Social media site গুলোতে শেয়ার করে অন্যদের জানিয়ে দিন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
This title last post
১,৫৪২ বার পঠিত | মার্চ ২১, ২০১৭ | ৪:৫৪ AM