X

Windows 10 Active করার একদম সহজ পদ্ধতি সাথে ভিডিও টিউটোরিয়াল

Windows 10

আজ আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনি আপনার উইন্ডোস ১০ একটিভ করতে পারেন, অনেকেই জানে না কিভাবে Windows 10 Active করতে হয়, এটা একদম সহজ কাজ, আজ এই টিউটোরিয়ালটি দেখলেই আপনিও শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। তাহলে আর কথা বাড়াবো না, আপনি যদি দেখতে চান আপনার পিসির Windows 10 টি একটিভ আছে কিনা, তা চেক করতে চাইলে আপনার কম্পিউটারের প্রোপাইটিসে যান

এবং একদম নিচের দিকে দেখুন তাহলেই আপনি দেখতে পারবেন আপনার Windows 10 Active আছে কিনা। যদি একটিভ না থাকে তাহলে নিচের পদ্ধতি অনুসন করুন।

সংক্ষেপে:

Using Windows 10 Activator

Unblock the file as shown in the video.
  • Run Windows 10 Activator.exe.
  • Select “Install GVLK” option.
  • Click “Windows Key” button.
  • When you see “Completed” alert, click “Activate Windows” button.
  • Wait for a few seconds, then restart your computer.

ধাপ ০১: এখান থেকে ডাউনলোড করুন  Windows 10 Activator এটা ডাউনলোড করলে একটি জিপ ফাইল পাবেন, ঐ ফাইলটি আনজিপ করুন, আনজিপ করার সময় পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড হিসেবে এটা ব্যবহার করুন

ZIP PASSWORD: windowstools

ধাপ ০২: এবার ভিতরে KMSAutolite নামে একটি সফটওয়ার পাবেন, ওটা ওপেন করুন, এবার Install GVLK সিলেক্ট  করুন

ধাপ ০৩: এবার Windows Key সিলেক্ট করুন, সিলেক্ট করার পরের নিচে দেখতে পারবেন কিছু লেখা আসতেছে, সব শেষে Complete লেখা আসবে।

ধাপ ০৪: উপরের লেখাটা আসলে এবার Activate Windows এ ক্লিক করুন, তাহলে আবার নিচে কিছু লেখা আসবে, সেখানে Activation successfully এবং সব শেষে Complete লেখা আসবে, তাহলেই বুঝতে পারবেন, আবার Windows Activated হয়ে গেছে।

  এবার আপনার সিপি একটি রিস্টার্ট দিন, তারপর পূর্বের মত আপনার মাই কম্পিউটারের গিয়ে প্রোপাইটিস থেকে চেক করুন, Active হয়েছে কিনা, একটিভ হলে নিচের মত আসবে।

প্রয়োজন মনে হইলে ভিডিওটি দেখতে পারেন

ভালো থাকবেন, আজ এপর্যন্ত’ই

মোঃ আবুল বাশার: আমি একজন ছাত্র/ফ্রিলেন্সার, আমি লেখাপড়ার মাঝে মাঝে ফ্রিলেন্সিং করি। ভালো লাগে নতুন কিছু শিখতে এবং শিখাতে। আপনারা সকলে ৫ ওয়াক্ত নামাজ পরার চেষ্টা করুন এবং অন্যকেও ৫ ওয়াক্ত নামাজ পরার পরামর্শ দিন। আমার পোষ্ট গুলো কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ, ভাল লাগেলে কমেন্ট করুন, সবার সাথে শেয়ার করুন, অন্যকেও জানার সুযোগ করে দিন। মানুষ মাত্রই ভুল হতে পারে, ভুল-ত্রুটি,হাসি-কান্না, সুখ-দু:খ এসব নিয়েই মানুষের জীবন। ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়, তাই ভুল ত্রুটি ক্ষামার দৃর্ষ্টিতে দেখবেন। আবার আসবেন। আমার আরো সাইট সমূহ <a href="http://www.linuxhostlab.com">Linux Host Lab</a> | <a href="http://www.codingbank.com">Codingbank</a> | যাযাকাল্লাহ।

This website uses cookies.