সফট জায়ান্ট মাইক্রোসফটের জনপ্রিয় উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আগামী মাসে বাজারে আসতে যাচ্ছে। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমটিকে জনপ্রিয়তা করে তুলতে নানা নতুন ফিচার যোগ করেছে জায়ান্ট প্রতিষ্ঠানটি। অপারেটিং সিস্টেমটি কতটা জনপ্রিয়তা পাবে তা সময়ই বলে দেবে।

তবে উইন্ডোজ ১০ এর জনপ্রিয়তা বৃদ্ধির অংশ হিসেবে গ্রাহকদের তা বিনামূল্যে ব্যবহারের সুবিধা দিবে বলে ঘোষণা দিয়ে রেখেছে মাইক্রোসফট। কিভাবে বিনামূল্যে এই সুবিধা পাওয়া যাবে তা তুলে ধরা হলো।

যদি মাইক্রোসফট আইডি না থাকে তাহলে থেকে আইডি তৈরি করে নিতে হবে। তারপর প্রোগ্রামে রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে গেট স্টার্টেড বাটনে ক্লিক করলে সাইন-ইন পেইজ আসবে। এখান থেকে আউটলুক ইমেইল আইডি দিযে সাইন-ইন করলেই উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামে নিবন্ধন করা যাবে।

দ্বিতীয় ধাপে উইন্ডোজ ১০ প্রিভিউ আইএসও ফাইল ডাউনলোড করে নিতে হবে। ফাইলটি থেকে বুটেবল ইউএসবি স্টিক তৈরি করে বা ডিভিডি রা্‌ইট করে কম্পিউটারে ইন্সটল করতে হবে।

তৃতীয় ধাপে উইন্ডোজ সেটিংসে গিয়ে কম্পিউটারটিতে মাইক্রোসফট আইডি দিয়ে সাইন-ইন করে নিতে হবে। এরপর ২৯ জুলাই উইন্ডজ ১০ বাজারে এলে কম্পিউটারে ডাউনলোডের নোটিফিকেশন আসবে। সেখান থেকেই বিনামূল্যে ডাউনলোড করা যাবে নতুন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম।

তবে যারা আসল উইন্ডোজ ৭ বা উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন তারাই কেবল উইন্ডোজ ১০ এর হালনাগাদ সুবিধা পেতে পারেন।

পাইরেটেড সফটওয়্যার ব্যবহারকারীদের জন্যও বিনামূল্যে উইন্ডোজ ১০ ব্যবহার করার সুযোগ দেয়ার কথা ঘোষণা দিযেছিলো মাইক্রোসফট। কিন্তু পরবতীর্তে তা তুলে নেয় প্রতিষ্ঠানটি। অসম্পূর্ন ওএস হওয়ায় উইন্ডোজ ১০ এর প্রিভিউ ভার্সনে সফটওয়্যারজনিত ত্রুটি রয়েছে। সেজন্য সচেতন থাকার কথাও বলা হচ্ছে।
you can enter this link