আপনার ওয়েবসাইটকে অনলাইনে প্রদর্শনের জন্য হোস্টিং ব্যবহার করা হয়। হোস্টিং এর মাধ্যমে আপনি আপনার সাইটটিকে সরাসরি অনলাইনে দেখতে পান। এছাড়া এর মাধ্যমে আপনি অটোমেটিক ওয়েবসাইট তৈরি,ডোমেইন হোস্টিং,ডাটাবেস,সার্ভার কন্ট্রোলসহ আরো অনেক কিছু করতে পারবেন।
Hostinger হচ্ছে এক ধরনের জনপ্রিয় হোস্টিং প্রভাইডার সার্ভিস। যার সাহায্যে আপনি আপনার ওয়েবসাইটটিকে আরো ভালো স্পিড এ পরিদর্শন করতে ও মনিটর করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এছাড়া আরো অনেক সুবিধা আছে এই সাইটটিতে।
Hostinger এ যা যা সুবিধা থাকছে:–
১। ২ জিবি স্পেস।
২। ১০০ জিবি ট্রাফিক।
৩। পি এইস পি ও MySQL সুবিধা।
৪। কোন এড প্রদর্শন করবে না।
৫। অটোমেটিক ওয়েবসাইট ইনস্টলিং সুবিধা।
৬। ফ্রি অসংখ্য টেমপ্লেট।
৭। ফ্রি ইমেইল একাউন্ট।
সাইট: sing up
এসব সুবিধা আপনি পাবেন সম্পূর্ণ ফ্রিতে।
আর যারা পেইড ভার্সন ব্যবহার করবেন তাদের জন্য আছে আরো বেশি সুবিধা।
আরো কোন প্রশ্ন থাকলে কমেন্ট এ জানাবেন। ধন্যবাদ।