- সি প্যানেল চেইন টিউন [পর্ব ১] ইমেইল অ্যাকাউন্ট তৈরি এবং ব্যাবহার
- সি প্যানেল চেইন টিউন পর্ব ২ Preferences
আসসালামু- আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সবাইকে দেখাবো কিভাবে সি প্যানেল থেকে ইমেইল অ্যাকাউন্ট খুলবেন এবং তা ব্যাবহার করবেন।
ইমেইল একাউন্ট তৈরিঃ ইমেইল একাউন্ট তৈরি করতে আপনার সিপেনেল এ লগঅন করে Mail অংশ থেকে “Email Account” আইকন এ ক্লিক করেন।
এরপর নিচের চিত্রের মতো আপনার পছন্দ অনুযায়ী ইমেল আইডি দিন এবং ডোমেইন সিলেক্ট করে দিন। তারপর পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড দেন এবং কোটা লিখে দেন মানে আপনার ইমেইল এ যতটুকু যায়গা রাখতে চান তা লিখে দিন। তারপর “create” বাটন এ ক্লিক করুন। ব্যাস হয়ে গেল আপনার ইমেইল অ্যাকাউন্ট তৈরি।
এরপর আপনার ইমেইল লগইন করার জন্য সি প্যানেল এর webmail আইকন এর উপর ক্লিক করুন অথবা আপনার Domain/webmail লিখে সার্চ দিন। নিচের চিত্রের মতো একটি লগইন বক্স দেখতে পাবেন। লগইন বক্স এ আপনার ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
তারপর একটি পেজ আসবে সেখানে নিচের চিত্রের মতো Horde, RoundCube এবং SquirrelMail নামক তিনটি অপশন পাবেন। এই তিনটির যে কোনো একটির উপর ক্লিক করে আপনার ইমেইল অ্যাকাউন্টে প্রবেশ করুন। তারপর সব কিছু আপনারাই বুঝে যাবেন।
আজ এ পর্যন্তই। কেমন লাগলো আজকের টিউন জানাবেন আমাকে। আমি আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
টিপসটি পূর্বে আমার ব্লগে এইখানে প্রকাশিত
অসংখ্য ধন্যবাদ সবার সাথে শেয়ার করার জন্য।
আমার পোষ্টটি পরার জন্য আপনাকেও ধন্যবাদ
আশা করি ধারাবাহিকতা বজায় রেখে অধিক টিউন আমাদের উপহার দিবেন। 🙂
দারুন কিন্তু আমিও এর কিছুই বুঝিনা । ধন্যবাদ বুঝার চেষ্টা আছে । আশাকরি আপনার কাছ থেকে কিছু শিখবো । ধন্যবাদ শেয়ার করার জন্য ।