যেসকল সম্ভাবনাময় ফ্রিল্যান্সিং ক্যারিয়ার রয়েছে তার মধ্যে “ওয়েব ডিজাইনিং” অন্যতম। কারন হিসাবে দিন দিন ওয়েব এর চাহিদা বাড়ছে। নিজের ওয়েবসাইট থেকে শুরু করে, ব্যবসায়িক ওয়েবসাইট এমনকি প্রতিটি পণ্যের জন্য আলাদা ওয়েবসাইট তৈরি হচ্ছে। যার কারনে দিন দিন প্রচুর পরিমাণে ওয়েব ডিজাইন এর কাজ বেড়েই চলেছে মার্কেটপ্লেস গুলোতে। তাই ধরে নেয়া হয় ওয়েব ডিজাইন রয়েছে সবার পছন্দের শীর্ষে।
আর এই ওয়েব ডিজাইনে কিভাবে আপনি আপনার ক্যারিয়ার গড়ে তুলবেন সেই কথা জনাতেই ওয়েবকোড ইন্সটিটিউট আয়োজন করেছে উন্মুক্ত সেমিনারের। “ক্যারিয়ার যখন ওয়েব ডিজাইনে” শীর্ষক এই সেমিনার সবার জন্য উন্মুক্ত। আগামী ৬ এপ্রিল, ২০১৪ বিকাল ৫টায় ওয়েবকোড ইন্সটিটিউটে অনুষ্ঠিত হবে এই সেমিনার। তাছাড়া অনলাইনের মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকেও অংশগ্রহণ করতে পারবেন।
সেমিনারের প্রধান আলোচ্য বিষয় হিসাবে থাকছেঃ
১। ওয়েব ডিজাইন কি, কেন, কিভাবে
২। ওয়েব ডিজাইন শিখতে প্রয়োজনীয় উপকরণ
৩। কিভাবে পিএসডি(PSD) ডিজাইন শুরু করবেন
৪। এইচটিএমএল (HTML) নিয়ে আলোচনা
৫। ওয়েব ডিজাইনে সিএসএস (CSS) এর গুরুত্ব ও বিস্তারিত
৬। PSD to HTML করার কলাকৌশল
৭। কিভাবে নিজেকে ওয়েব ডিজাইনার হিসাবে গড়ে তুলবেন
৮। ওয়েব ডিজাইন এর মাধ্যমে আয়ের উৎসসমূহ।
সেমিনার পরিচালনা করবেনঃ
১। আমিনুল ইসলাম (সিনিয়র ওয়েব ডেভেলপার ও UI/UX ডিজাইনার, ওয়েবকোড)
২। এস. এম মিশকাত (প্রফেশনাল ওয়েব ডিজাইনার, ওয়েবকোড)
৩। শাহরিয়ার সরকার (ওয়েব ডেভেলপার, ওয়েবকোড)
সেমিনারের বিস্তারিতঃ
তারিখঃ রবিবার, ৬ এপ্রিল, ২০১৪
সময়ঃ সকাল ১০.৩০ থেকে দুপুর ১.৩০ পর্যন্ত
আসন সংখ্যাঃ সরাসরি ৩০ টি এবং অনলাইনে (৫০ জন)
সেমিনারের স্থানঃ
ওয়েবকোড ইন্সটিটিউট,
১০-এ/১, শতাব্দী সেন্টার, ২৯২ ইনার সার্কুলার রোড,
ফকিরাপুল, মতিঝিল ঢাকা- ১০০০
যেভাবে সেমিনারে অংশগ্রহণ করবেনঃ
সরাসরি অংশগ্রহণ করতে চাইলেঃ আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। প্রতিটি সেমিনারে সরাসরি সর্বোচ্চ ৩০ জন অংশগ্রহণ করতে পারবেন। তাই যত দ্রুত সম্ভব রেজিস্ট্রেশন করুন। নিচের রেজিষ্টেশন লিংক থেকে ফর্ম পূরণ করুন। রেজিষ্টেশন লিংকঃ http://bit.ly/wc-webdesign-free
অনলাইনে করতে চাইলেঃ আর যারা অনলাইনের জন্য রেজিষ্টেশন করবেন তারা এই লিংকেঃ https://attendee.gotowebinar.com/register/393203307744266498 ভিজিট করে রেজিষ্টেশন করুন।
বিস্তারিত যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুনঃ ০১৬৭৮-১৭০৫৯৩, ০১৭১২-২৯৫৯৫০
আমাদের ঠিকানাঃ
ওয়েবকোড ইন্সটিটিউট
১০-এ/১, শতাব্দী সেন্টার, ২৯২ ইনার সার্কুলার রোড,
ফকিরাপুল, মতিঝিল ঢাকা- ১০০০
ইমেইলঃ info@webcode.com.bd
ওয়েবঃ www.webcode.com.bd
ধন্যবাদ শেয়ার করার জন্য ।