শুরুতে আমার সালাম নিবেন। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন? আমিও আল্লাহর অশেষ রহমতে ভালই আছি।একটু সময় করে দেখুন আপনার কাজে আসতে পারে।
কথা না বাড়িয়ে কাজ এর কথা বলি,আমরা যখন কম্পিউটার কিনি তখন কম্পিউটার এর সাথে মাদারবোর্ড এর CD থাকে।
অনেক সময় আমরা CD হারিয়ে ফেলি বা নষ্ট হয়ে যায়।
আপনি কি মাদারবোর্ডের CD হারিয়ে ফেলেছেন বা মাদারবোর্ডের নাম,মডেল নম্বর,সিরিয়াল নম্বর ভুলে গেছেন?
নো টেনশন।
প্রথমে start থেকে run-এ ক্লিক করুন।তারপর run এ WMIC লিখে ok তে click করুন। প্রথম বারের মত এই অপশনটি রান করলে লেখা আসবে, এটি install হচ্ছে। install হওয়ার পর command prompt লেখা আসবে Wmic:root/cli> ।
এখন মাদারবোর্ডের তথ্যের জন্য baseboard লিখে কিবোর্ড থেকে enter চাপুন। তাহলে আপনার PC মাদারবোর্ডের সিডির মডেল নম্বর,সিরিয়াল নম্বর ইত্যাদি জানতে পারবেন। এখন ওই মাদারবোর্ডের নাম এবং সিরিয়াল নম্বর লিখে Google search দিলেই মাদারবোর্ডের সফটওয়্যার পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।
আপনাদের জন্য কয়েকটি ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হল
নোটঃ যারা জানেন না শুধু তাদের জন্য। এই বিষয় আগে কোন post হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
সবাই ভাল থাকেন এই কামনায় আজ এই পর্যন্ত ।আল্লাহ হাফেজ ।
অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য




thanks for share
well come bro & thanks
ধন্যবাদ। আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার দেখানো নিয়ম অবলম্বন করার পর
NVR : কতগুলো নাম্বার
DSN : কতগুলো নাম্বার
DSN: কত গুলো নাম্বার
এখানে NVR & DSN দ্বারা কি বুঝাইছে।