আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশাকরি ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেস রহমতে ভাল আছি।
আসলে এগুলো আপনাদের কাছে অতি পরিচিত ও হতে পারে । কারন এগুলো অনেক জনপ্রিয় সাইট ।
php.net: এই সাইট থেকে আপনি সর্বচ্চ পিএইচপি শিখতে পারেন । এটা ইংরেজিতে হলেও এটা আমার কাছে সহজ মনে হয়েছে ।
w3schools.com : php.net এর পরেই বলা যাই এটার স্থান । তবে এটা সার্চ ইন্জিনে প্রথম । এটা মূলত html , php , css , xml , js etc শেখার জন্য তৈরি । এটা থেকে আপনি পরিক্ষা দিতে পারেন কিছু টাকা দিয়ে ।
htmlcodetutorial.com: এটা যারা এইচটিএমএল শিখতে ইচ্ছুক তাদের জন্য একটা সবচেয়ে ভাল সাইট ।
আরো আছে বাংলা ওয়েব
এটি একটি জনপ্রিয় সাইট আমারও অনেক পছন্দ এখানে
একটি পিডিএফ বুক মিডিয়াফায়র
PASSWORD: ebookbd.info
ওয়েব ডিজাইন এবং ডেভেলপিং এ আগ্রহ আছে অনেকেরই। ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে ওয়েব ডিজানের চাহিদা অনেক। তবে আগ্রহ থাকলেও অনেক সময় প্রয়োজনীয় রিসোর্স এর অভাবে শেখা হয় না। অনেকে ইংরেজী ব্লগ পড়তে সাচ্ছন্দবোধ করে না। তাদের জন্য বাংলা বই বা ব্লগই উপযুক্ত। তাদের জন্য থাকছে ওয়েব ডিজাইন এবং ডেভেলপিং এর কিছু বাংলা রিসোর্সঃ
# নিজে নিজেই তৈরি করুন একটি ব্ল্যাক স্টাইল নেভিগেশন বার!
# টেমপ্লেট ডিজাইন-রিডিজাইনের বাস্তব অভিজ্ঞতা
# ওয়েব ডেভেলপারদের জন্য ১৬টি গুরুত্বপূর্ন চীটশিট
# ওয়েবসাইটে অডিও ফাইল স্ট্রিমিং করার পদ্ধতি
# সফল ওয়েবসাইট তৈরীর জন্য প্রয়োজনীয় রেসিপি
# ওয়েবসাইট প্রকাশনার পূর্বে আপনার যা করা উচিত
# ফ্রী ওয়ার্ডপ্রেস থীম ডাউনলোড এর জন্য ১০টি ওয়েব সাইট
# আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে স্লাইডিং লগিন প্যানেল যুক্ত করুন
# ওয়েব ডিজাইন শিখুন ৩০০ পৃষ্ঠার অসাধারন এই বই থেকে
ওয়েব ডিজাইনিং কিছু আইকন এর পোষ্ট এখানে
আর শর্টকার্ট নয় সঠিক নিয়মে সবাই মিলে শিখি ওয়েব ডিজাইন ও ওয়েব প্রোগ্রামিং (HTML-1)
ভাল লাগলে কমন্টে জানাতে ভুলবে না…
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার
ধন্যবাদ ভাই। ভালো লেগেছে
আপনাকেও ধন্যবাদ, কষ্ট করে কমেন্ট করার জন্য।
nice post vai, কাজে লাগবে আমার
hum