আসসালামু-আলাইকুমঃ কেমন আছেন সবাই , আশা করি সবাই ভাল আছ, ভাল থাক, সুন্দর থাক, স্বুস্থ থাক , নিরাপদে থাক এটাই আমি সব সময় প্রত্যাশা করি, আপনাদের সর্ব সাফল্য আমি একান্ত ভাবেই কামনা করি। আজ আমি আপনাদের সাথে সব চেয়ে মজার একটি গেইম নিয়ে হাজির হলাম যার নাম হচ্ছে ANGRY BIRDS SPACE ফুল ভার্শন । গেইমটি নতুন Update হয়েছে নতুন কিছু Features যুক্ত হয়েছে। তাহলে গেমের কিছু বর্ণনা জেনে নিন, কিছু পাখির ডিম একদল শুয়োর বার বার খেয়ে ফেলে। এতে পাখিরা ভীষণ চোটে জায়। তারা নিজেই গুলতিতে চরে ছুটে যায় সেই শুয়োরগুলোর কাছে অ তাদের ধ্বংস করে।
ANGRY BIRDS এর নতুন এই সিরিজে শুয়োরদের বিরুদ্ধে আপনাকে যুদ্ধ করতে হবে মহাকাশে! তাই, মজার এই অ্যাডভেঞ্চার এই গেমটি না খেলে থাকলে মিস করবেন।
এজন্য, এখনই ডাউনলোড করুন ও খেলতে থাকুন গেমটি!
কিছু Screenshot দেখে নিন।
আপনি ক্যাটাগরী ঠিক ভাবে সিলেক্ট করে নি, আপনার পোস্ট রিলেটেড ক্যাটাগরী সিলেক্ট করুন।