আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশাকরি ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেস রহমতে ভাল আছি।
কোন কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
যাদের কাছে উবন্তু নেই তাদের জন্য ডাউনলোড লিংক, “পিসি হেল্প সেন্টার ডাউনলোড লিংক”
অথবা এখানে
অথবা এখানে
অথবা একদম লেটেষ্ট ভার্সন এখানে (এখানের টা আমার এই সফটওয়ারে দরে কিনা আমি যানি না, কারন আমার সফটওয়াটি আপগ্রেড না, যদি আমার সফটওয়াটির আপগ্রেড কারো কাছে থাকে তবে এখান থেকেই নামিয়ে নিতে পারেন।)
প্রথমে এখানে “পিসি হেল্প সেন্টার” থেকে সফটওয়াটি নামিয়ে নিন (সাইজ 979 কেবি মাত্র )
এখন আপনার পেনডেরাইভ অথবা মেমরি কার্ড ইউএসবি পোর্টে প্রবেশ করার (লক্ষণিয় আপনার পেনডেরাইভ ফরমেক্ট দিতে হবে, তাই আপনার প্রয়োজনীয় কোন তথ্য পেনডেরাইভের ভিতরে থাকলে সেই তথ্য সংরক্ষণে রাখুন)। এরপর নিচের ছবিটি দেখুন এবং ছবির নাম্বারের সাথে ছবির নিচে দেয়ার কাজ গুলো মিলিয়ে করুন।
01। উবন্তু এবং উবন্তুর এর ভার্সন মিয়েলে সিলেক্ট করুন, আপনার কাছে যে ভার্সন আছে সেই ভার্সন সিলেক্ট করুন।
02। আপনার কম্পিউটারে কোন যায়গায় উবন্তু রাখা আছে তা সিলেক্ট করুন।
03। মাই কম্পিউটার ওপেন করে আপনার আপনার পেনডেরাইভ এর ডেরাইভার নেমটা দেখে নিন এবং এখানে সেই ডেরাইভার টি সিলেক্ট করুন।
04। চার এর আগে পাঁচ নং টি দেখুন এখানে ক্লিক করুন। এবং সর্ব শেষে 4 নং এ ক্লিক করুন। বাস আপনার কাজ শেষে।
এখন অপেক্ষা করুন এটা ধীরে ধীরে কাজ হতে থাকবে।
এবার কম্পিউটার রিষ্টার্ট করুন আপনার কম্পিউটারের বায়স থেকে যদি ফাষ্ট বুট হিসেবে পেনডেরাইভ ধরানো না থাকে তবে তা ধরিয়ে দিন। এবার আবার রিষ্টার্ট করুন। এবং কম্পিউটার ওপেন হবার সময় দুটি মেনু আসবে একটি উবন্তু আর একটি উইন্ডোস আপনি তখন কিবোর্ডের রো বাটন দিয়ে উবন্তু সিলেক্ট করুন, এরপর সেখানে আবার দুটি অপসন আসবে একটি আপনি যদি কম্পিউটারে উবন্তু সেটাপ করতে চান / আর একটি আপনি সেটাপ না করে ডায়রেক্ট পেনডেরাইভ থেকেই কম্পিউটার ওপেন করে ব্যবাহার করতে পারবেন, এখানে আপনি যে টা করতে চান সেই মেনুটি সিলেক্ট করুন। বাস কাজ একদম শেষ।
খুব শিগ্রহি লিনাক্স নিয়ে পোষ্ট করব “লিনাক্স কিভাবে বুটাবল করে
ভাল লাগলে কমন্টে জানাতে ভুলবে না…
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার
সাইট টু: পিসি হেল্প সেন্টার
আল্লাহ হাফেজ