আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমিও আপনাদের দোয়া ভাল আছি।
আমরা প্রতিনিয়ত চাই নিজের ছবিটিকে সাজাতে কিন্তু কেহ ফটোশপ দিয়ে সাজায় যদিও ফটোশপের কোন তুলনা নেই, তবে তাতে অনেক কষ্ট এবং সময় ব্যয় করতে হয়, এবং ফটোশপের কাজ সবাই জানেও না, আবার জানলেই সেই রকম অভিজ্ঞ লোক খুব কমই আছে যে ইচ্ছে মত সাজাতে পারে, কিন্তু আপনি যে সফটওয়ারটি আপনাদের সাথে শেয়ার করব সেই সফটওয়ার এর নাম শুনলে হয়তো বা বলবেন এটা আমি আরো আগে থেকেই ব্যবহার করি, যদি এই রকম বলেন তবে এই পোষ্ট আপনার জন্য নয় যারা নতুন এখন পর্যন্ত সফটওয়ারটির খবর পায়নি তাদের জন্য, Photoshine সফটওয়ার এটা দিয়ে আপনি আপনার ছবিকে প্রতি ক্লিকে নিজের স্টাইল পরিবর্তন করতে পারবেন,
সফটওয়ারটি ডাউনলোড করুন এখানে থেকে
Photoshine Full.zip (সাইজ ৭৩.১৭ এম.বি)
PhotoShine.2.0.Portable (সাইজ ৬৭.০৮ এম.বি)
এটা ডাউনলোড করে প্রথমে ইস্টল করুন সিরিয়াল কী এবং কী গান দুটই ভিতরে দেয়া আছে।
ছবিতে দেখানে যায়গায় ডাবল ক্লিক করুন এরপরে আপনার ছবি সিলেক্ট করে দিন,
ছবি সিলেক্ট করার পরে নিচের মত ছবি আসবে।
এরপরে এখান থেকে সিলেক্ট করুন আপনার কোন ক্যটাগরীর ডিজাইন দরকার
এবার নিচের ছবি দেখুন এখানে থেকে শুদু একটি একটি ক্লিক করুন আপনার স্টাইল যেটি পছন্দ হয় সেটির উপরে আর দেখুন প্রতি ক্লিকে ই পরিবর্তন হয়ে যাবে আপনার ছবি স্টাইল।
এবার আপনার ছবির পাশে আপনার কোন ফ্রেরেন্ড এর ছবি দেখত চাইলে নিচের মত যে কোন একটি স্টাইল নির্বাচন করুন যেটিতে দুইটি ছবির যায়গায় আছে,
এবার আপনার বন্ধু ছবিটি যে পাশে দেখতে চান সেই ছবিটির উপরে ক্লিক করুন।
বুঝতে সমস্যা হলে নিচের ছবিটি দেখুন এবং ছবির ভিতরের লেখা গুলো পড়ুন
নিচের ছবিটি দেখুন
ছবির ইফেক্ট/কালার পরিবর্তনের জন্য নিচের ছবিটি অনুসরনে করুন
ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না,আরো চাইলে আপনি অনলাইনেও করতে পারবেন এখানে দেখুন,
আর এ্যানিমিশন আকারে আপনার ছবিকে তৈরী করতে চাইলে এখানে দেখুন।
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার
মোবলাই এর সমাস্যা সমাধান পেতে আছে মোবইল হেল্প সেন্টার
ইসলামিক গ্রুপ ইসলাম ধর্ম
দারুন ভাই
donnobad