আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন? আমিও আপনাদের দোয়াতে ভাল আছি, এখন প্রতিনিয়ত আপনাদের সাথে থাকতে এবং নতুন নতুন বিষয় শেয়ার করতে পারতেছি না বলে দুঃখিত :‘( , যাক আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি website এর Full Screenshot নেয়া যায়? তার পদ্ধতি। আমাদের বিভিন্ন কারণে বিভিন্ন ওয়েব সাইটের Full Webpage Screenshot নেয়ার দরকার হয়, কিন্তু দেখা যায় একটি ওয়েব সাইট ভিজিট করার পরে যে পেজের স্ক্রীনশর্ট নেয়া দরকার সেটি সম্পূর্ণ আমাদের display তে শো করে না, scroll বার ধরে নিচে এসে দেখতে হয়, কাজেই স্ক্রীনশর্ট নেয়ার সময় scroll বার কাজ করেনা, তাই একটি ওয়েব সাইটের Full Webpage এর Screenshot নেয়া যায় না, আর এই কাজটি আপনি করতে পারবেন বিভিন্ন Addons বা বিভিন্ন website ব্যবহার করে, তাহলে আজ আপনাদের সাথে দুটি পদ্ধতি শেয়ার করব, প্রথমে আপনার Mozilla Firefox টি ওপেন করুন, এবার এই ঠিকানাতে যান Webpage Screenshot in Firefox (♥♥♥♥♥) :: Add-ons for Firefox এবং এটি ডাউনলোড করুন, ডাউনলোড শেষে ইন্সটল করুন, কিভাবে ডাউনলোড করবেন? এরপরে ইন্সটল করবন? তা আশা করি জানেন, তাই বিস্তারিত লিখে পোষ্ট বড় করলাম না, তারপরও আপনার কোন সমস্যা হলে মন্তব্যে জানান। ইন্সটল শেষ হলে এবার আপনার Mozilla Firefox বন্ধ করে আবার ওপেন করুন। তাহলে ডান পাশে নিচের ছবির মত একটি আইকন দেখতে পারবেন।
পিক্সার-১ [Full Webpage Screenshot]
এবার এবার স্ক্রীনশর্ট নেয়ার জন্য ঐ আইকনটিতে ক্লিক করুন ব্যাস স্ক্রীনশর্ট হয়ে আপনার সামনে আসে সেভ করে নিন। এ ছাড়াও আপনি ঐ আইকনটির ডান পাশে একটি ছোট আইকন আছে দেখুন, সেখানে ক্লিক করে আরো বিভিন্ন অপশন দেখতে পাবেন। এবং নিজের ইচ্ছে মত সিলেক্ট করেও স্ক্রীনশর্ট নিতে পারবেন, এভাবে প্রয়োজনীয় অনেক অপশন পাবেন, দেখলেই বুঝতে পারবেন।
আর দ্বিতীয় পদ্ধতি হল, আপনি এই ওয়েব সাইটটি ভিজিট করুন Snapito – Fullpage Screenshots, Free Tool এবং আপনার ওয়েব সাইটের ঠিকানা লিখে Snap এ ক্লিক করুন, এরপরে অপেক্ষা করুন। তাহলে’ই পেয়ে যাবেন।
তাহলে আজ এ পর্যন্ত, আগামীতে অন্য পোষ্ট নিয়ে হাজির হব, (ইনশাআল্লাহ্) সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
Tag: Full Webpage Screenshot, Full website Screenshot, how to full screenshot my website, সম্পূর্ণ ওয়েব সাইটের স্ক্রীনশর্ট নিন, সম্পূর্ণ স্ক্রীনশর্ট নিন একটি ওয়েব সাইটের
খুব সুন্দর ও কাজের একটি টিপস ভাই । শেয়ার করার জন্য ধন্যবাদ ।
Thanks for comment, borther….