
আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছে। যাক তাহলে আজকের আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনার নকিয়া ফোন থেকে পিসি সুইট দিয়ে কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবেন? আগেই বলে রাখি যারা জানেন তাদের জন্য এই পোষ্ট নয়, এটা যারা জানেন না তাদের জন্য, আপনি যদি যেনে থাকেন তাহলে এটা পড়ে অযথা সময় নষ্ট করবেন না। ধন্যবাদ।
নকিয়া Pc Suite দিয়ে ইন্টারনেট চালানোর জন্য আপনার যা যা লাগবে তা হলো Nokia Pc Suite (7.1/3.8),Data Cable/Bluetooth Usb Hub,Nokia Phone+Sim ইত্যাদি।
Nokia Pc Suite (7.1/3.8), যদি না থাকে তাহলে এখান থেকে ডাউনলোড করুন। Nokia Pc Suite (7.1/3.8),
Nokia Pc Suite এর দুইটি Version রয়েছে 7.1 এবং 3.8।7.1 হলো পুরোনো ভার্সন,মানে নকিয়ার পুরোনো মোবাইলের জন্য এবং বিভিন্ন সুযোগ সুবিধা যুক্ত।যেমন আপনার মোবাইল পিসিতে কানেক্ট হওয়া অবস্থায় কল/মেসেজ আসলে Notification দেখাবে এবং কম্পিউটারের সামনে বসে থেকেই আপনি শুধুমাত্র ক্লিক করেই ফোন কল রিসিভ/ক্যানসেল করতে পারবেন।পাশাপাশি মেসেজ দেখতে পারবেন+ডিলেট করতে পারবেন+জবাব (Reply) দিতে পারবেন।নতুন ভার্সনে তা পাবেন না।পুরোনো ভার্সনে আপনি নতুন কিছু মোবাইল কানেক্ট করতে পারবেন।তবুও দেখে নিবেন আপনার মোবাইলের জন্য কোনটি উপযোগী।বাকি সুবিধা গুলো আপনারাই জেনে নিবেন।
প্রথমে এই ঠিকানা থেকে Pc Suite Download করে নিন।
(Nokia Pc Suite 7.1 এর সাইজ 66 MB এর মত আর 7.1 এর সাইজ 104 MB এর মত।)
Nokia Pc Suite install করে নিন।আপনার মোবাইল ডাটা ক্যাবলের মাধ্যমে কানেক্ট করুন।মোবাইলটি Pc Suite Mode এ কানেক্ট করুন।কিছু কানেক্টিভিটি সফটওয়্যার Install হবে।
এবার হোম পেজ থেকে Connect to internet select করুন বা Tools থেকে Option>Connect to internet সিলেক্ট করুন।এবার Connection Settings>Use this network operator>Home country থেকে Bangladesh (অন্যদেশ হলে সে দেশ)সিলেক্ট করুন। Home operator থেকে আপারেটর নেটওয়ার্ক সিলেক্ট করুন।
আর আপনি যদি ফ্রি ইন্টারনেট বা অন্য সেটিংস ব্যবহার করেন তাহলে Use manual settings Select করুন। Access point থেকে সেই access point এর নাম লিখুন।Ok করে বেরিয়ে আসুন।
এখন হোম পেজ থেকে Connect to Gp/Banglalink/Airtel/Robi/Teletalk with Nokia_____ Connect now সিলেক্ট করুন।ব্যস হয়ে গেল। Nokia asha সিরিজ এর ফোন হলে Data connection On রাখবেন।
একটা কথা বলে রাখা ভালো Bluetooth দিয়ে কানেক্ট করবেন না।স্পীড অনেক কম পাবেন।
এজন্য একাজটি করতে পারেন-প্রথমে নকিয়া Pc Suite দিয়ে Internet এ কানেক্ট করুন।আপনার কম্পিউটারের টাক্সবারে নেটওয়ার্ক আইকনে Left Click করুন।তাহলে আপনার নেটওয়ার্ক সম্পর্কিত তথ্য দেখাবে।আপনি নকিয়া পিসি সুইট ব্যবহার করলে আপনার ফোনের নাম দেখাবে।এখন তাতে Right Click করে Properties এ যান।এর আগে Pc Suite থেকে Internet Disconnect করে দিন। Properties থেকে Configuration এ ক্লিক করুন,এরপর maximum speed(bps) থেকে 921600 সিলেক্ট করুন।Ok করে বেরিয়ে আসুন।এখন connection on করুন। প্রতিবার Internet এ কানেক্ট হওয়ার সময় একাজটি করতে হবে।Usb cable দিয়ে কানেক্ট করেও একাজটি করতে পারেন।
——————————————————————————————————————————————–
Our Other Site:
Islamic Bangla Blog: IslamicAmbit
Technology Bangla Blog: PC HELP CENTER (BD)
Domain And Hosting Sell: ShaplaHost, HostAmbit
All Android Apps Free Download: Top Android Apps Free Download
Agriculture Bangla Blog: AgricultureTune
All Update Information: UPDATE IT NEWS AND ALL INFORMATION
All Java Application Free Download: Java Jar Application Free Download
Bangladeshi All website Collation: Bangladeshi All Web Address
Bangladeshi All Bogging Web link: Bangladeshi all blog link
pchelpcenter Duplicate site: PC HELP CENTER Blogspot
pchelpcenter Duplicate site: PC HELP CENTER WordPress
Islamic Audio/Video and etc… Download: IslamicZone (bd)
Bangladeshi All News Paper site: Bangladeshi All News Paper Web address
Our Facebook page:
- আল হাদীস
- Top Android Apps Download
- HostAmbit
- ShaplaHost
- সহীহ বোখারী শরীফ
- IslamicAmbit
- ইসলামিক ফটো গ্যালারী
- UPDATE IT NEWS AND ALL INFORMATION
- Islamic Zone Bangladesh
Our Facebook Groups:
HostAmbit
ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ ভাল থাকবেন।
****বর্তমানে ৪৫০ টাকায় টপ লেভেল ডোমেইন দরকার হলে যোগাযোগ করতে পারেন Md Abul Bashar
তাহলে আজ এই পর্যন্তই আলোচনা রাখলাম, আবার পরবর্তি পোষ্ট নিয়ে খুব তারাতারিই আপনাদের মাঝে হাজির হব, ততক্ষন আমাদের সাথে থাকুন।
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেসবুকে: পিসি হেল্প সেন্টার
আমাদের সাইটের সকল পোষ্ট আপনার ফেসবুকের ওয়ালে পেতে পেজ লাইক করুন (পিসি হেল্প সেন্টার)
হুম সুন্দর পোস্ট ভাই ।