আমি জানিনা এই টিউনটি আগে হয়েছে কিনা। যদি হয় তাহলে ক্ষমা করে দিবেন।
আপনার অনুপস্থিতিতে কম্পিউটারের সিডি-রম ড্রাইভ যাতে অন্য কেউ ব্যবহার করতে না পারে, এ জন্য সিডি-রম ড্রাইভকে লুকিয়ে রাখতে পারেন। এই কাজটি করতে কম্পিউটারে অপারেটিং সিস্টেম হিসাবে উইন্ডোজ ২০০০ বা এক্সপি থাকতে হবে। এ জন্য-
1. My Computer খুলে সিডি ড্রাইভে মাউসের ডান বাটন ক্লিক করে Properties-G ক্লিক করুন। পর্দায় একটি Properties ডায়ালগ বক্স আসবে।
2. উক্ত ডায়ালগ বক্সের Hardware ট্যাবে ক্লিক করুন।
3. প্রদর্শিত উইন্ডোর Name এর নিচের বাক্স থেকে CD/DVD Rom সিলেক্ট করে Properties বাটনে ক্লিক করুন। পর্দায় CD/DVD Properties ডায়ালগ বক্স আসবে।
অথবা
My Computer থেকে Properties ক্লিক করুন। পর্দায় System Properties ডায়ালগ বক্স আসবে।
উক্ত ডায়ালগ বক্সের Hardware ট্যাবে ক্লিক করে Device Manager বাটনে ক্লিক করুন। পর্দায় Device Manager ওপেন হবে।
এবার CD/DVD নাম সিলেক্ট করে Properties বাটনে ক্লিক করুন। পর্দায় CD/DVD Properties-Gi ডায়ালগ বক্স আসবে।
4. এবার উক্ত ডায়ালগ বক্সের General ট্যাবে ক্লিক করে, নিচে দিকে Device usage: এর নিচের বক্সে Use this device (enable) সিলেক্ট করা থাকলে, Do not use the device (disable) সিলেক্ট করে OK করুন।
- এরপর OK করুন এবং আবার Apply ও OK করুন।
6. এবার দেখুন সিডি-রম ড্রাইভের আইকন নেই।
নোট: আবার আইকন আনতে চাইলে Use the device(enable) সিলেক্ট করলেই হবে। এভাবেই সিডি-রম ড্রাইভ অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখতে পারেন।
আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার
vai ami cd/dvd rom hide korci, kintu afnar dewa poddototi te abar cd/dvd rom feria ante fartesina,
ekhon ki korbo vai?? kindly ektu bujia bolben please
My Computer থেকে Properties ক্লিক করুন। পর্দায় System Properties ডায়ালগ বক্স আসবে।
উক্ত ডায়ালগ বক্সের Hardware ট্যাবে ক্লিক করে Device Manager বাটনে ক্লিক করুন। পর্দায় Device Manager ওপেন হবে।
এবার CD/DVD নাম সিলেক্ট করে Properties বাটনে ক্লিক করুন। পর্দায় CD/DVD Properties-Gi ডায়ালগ বক্স আসবে।
4. এবার উক্ত ডায়ালগ বক্সের General ট্যাবে ক্লিক করে, নিচে দিকে Device usage: এর নিচের বক্সে Use this device (enable) সিলেক্ট করে ওকে, করুন।
যদি এতে না হয় তাহলে আমাদের ফেসবুকের গ্রুপে পোষ্ট করুন https://www.facebook.com/groups/pchelpcenter/