বন্ধুরা  আশাকরি ভাল আছেন আমিও আপনাদের দোয়াতে খুব ভাল আছি । আমি গত দিন দেখিয়ে ছিলাম কিভাবে একটি রিস্টার্ট বাটন তৈরি করতে হয় আর আজকে দেখাবো কিভাবে একটি Shutdown বাটন তৈরি করবেন । সব কিছুই আগের মতোই করতে হবে আমার আগের পোস্ট যারা দেখেন নি তারা এখানে ক্লিক করে দেখে নিন । আর কথা না বাড়িয়ে নীচে থেকে দেখে নিন কিভাবে Shutdown শর্ট কাট বাটন তৈরি করবেন । 

 

১// আপনার ডেস্ক টপে মাউস এর রাইট ক্লিক করে New এ ক্লিক করে Shortcut এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ……

 

Screenshot_1

২// এবার যে বক্স আসবে সেখানে এই  SHUTDOWN -s -t 01 কোডটি কপি করে পেস্ট করুন , তারপর Next এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ……

Screenshot_3

৩// এবার আর একটি পেজ আসবে সেখানে কোন কিছু পরিবর্তন না করে ফিনিশ এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ……

Screenshot_4

৪// এবার দেখুন একটি একটি সফটওয়্যার মতো এসছে তাতে ক্লিক করলেই আপনার পিসি Shutdown হয়ে যাবে । এবার দেখে নিন কিভাবে আইকন পরিবর্তন করবেন । 

৫// যে টি এখুন বানালেন তার উপর রাইট ক্লিক করে Properties এ ক্লিক করুন , তারপর Chang icon এ ক্লিক করুন তারপর একটি আইকন সিলেক্ট করুন এবার Browse.. এই %SystemRoot%\system32\SHELL32.dll  কোডটি কপি করে পেস্ট করুন তারপর সেভ করে নিন । নীচের চিত্রে দেখুন ……

 

Screenshot_6

=>> ব্যাস দেখুন আইকন পরিবর্তন হয়ে গেছে । তাহলে আজকের মতো সামনের দিন দেখাবো কিভাবে লক শর্ট কাট কি বানাবেন । তাহলে ভাল থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্‌ হাফেজ । 

আমার ব্লগ এখানে আমার ফেসবুক ফ্যান পেজ এখানে