আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন,আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেস রহমতে ভালে আছি।আপনার ইয়াহু ই-মেইলের গোপ নম্বর (পাসওয়ার্ড) কেউ জেলে গেলে মাঝেমধ্যে আপনার ই-মেইলে ঠুকতে পারে.. তাই আজ যা শেয়ার করতেছি তাহল কেউ আপনার ই-মেইলে ঠুকেছিল কিনা, কিংবা কোন আইপি ঠিকানা থেকে আপনার মেইল ঠিকানায় প্রবেশ করেছিল, এটা জানতে ইয়অহু মেইলে লগইন করে আপনার নামের ওপর ক্লিক করে Account Information নির্বাচন করুন। গেপপন নম্বর দিতে বললে পুরনায় দিয়ে লগইন করুন। এখন নতুন পেজ এলে বাঁ পাশ থেকে Sign-In and Security- এর সবার নিচের View your recent iogin activity- তে ক্লিক করুন। নতুনপেজ এলে দেখতে পাবেন আপনার কম্পিউটারের বর্তমান আইপি ঠিকানা এবং গত 10 বার কোন দেশ থেকে, কত তারিখ, কতটার সময়, ব্রাউজার না ইয়াহু মেসেঞ্জার দিয়ে আপনার মেইলে প্রবেশ করা হয়েছে এবং তখন কি কি কাজ করা হয়েছে সকল তথ্য পাবেন। কোন আইপি দিয়ে প্রবেশ করা হয়েছে তা জানতে চাইলে ডান পাশে Location থেকে IP Address সিলেক্ট করে দিলে দেখতে পাবেন কোন কোন আপি ঠিকানা থেকে আপনার এ্যাকাউন্টে প্রবেশ করা হয়েছে যদি আরো পুরোন খবর জানতে চান তবে দেখুন নিচে View More-এ ক্লিক করলে গত 20বার কোন কোন আইপি ঠিকানা থেকে প্রবেশ করা হয়েছে তা দেখতে পাবেন। লক্ষ্য রাখবেন আপনি যদি সব সময় এক কম্পিউটার দিয়ে লগইন করে থঅকেন এবং একই প্রতিষ্ঠানের ইন্টারেট ব্যবহার কের থাকেন, তাহলে আইপি ঠিকানার চারটি অংশের মধ্যে প্রথম দুটি অশের ঠিকানা  একই থাকবে, আর যদি অন্য কোন আইপি ঠিকানা দেখতে পান তবে সেই আইপি কোথা থেকে আসছে এবং কোন দেশ কোন কম্পানির নেট ব্যবহার করেছে, সেই সকল তথ্য জানতে চাইলে, যেই আইপির তথ্য জানতে চান সেই আইপিটি কপি করুন, এবং আপনার ব্রাউজারের নতুন একটি ট্যাব খুলুন এবং সেই ট্যাবের এ্যাড্রেস বারে লিখুন www.ip-adress.com/whois তার পর ইন্টার করুন পেইজ টি সামনে এলে দেখুন টেক্সটবক্সে আছে নিচে সেই টেক্সটবক্সে আপনার কপি করা আইপিটা পেষ্ট করুন এবং তারপর IP Whois বাটনে ক্লিক করুন। তাহলে তার সকল তথ্য জানতে পারবেন। ধন্যবাদ সকলকে..ভাল থাকবেন। ভাল লাগলে কমন্টে জানাতে ভুলবে না…

 

ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার

 

সাইট টু: পিসি হেল্প সেন্টার