আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশাকরি ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেস রহমতে ভাল আছি।

এটা যদিও অনেক পুরনো তারপরও পোষ্ট করলাম যারা নতুন ইউজার এখন পর্যন্ত জানেনা তাদের জন্য। তাই এখন আর কথা না বারিয়ে কাজের কথায় আসি।

প্রথমে একটি সাধারণ ভাবে আমরা যেই ভাবে ফোল্ডার তৈরী করি সেই ভাবে একটি ফোল্ডার তৈরী করুন এবং ফোল্ডারটি রি-নেইম করুন সেখানে যে নাম লেখা থাকে না ডিলেক্ট করুন এবং Alt+0160 প্রেস করুন তাহলে নিচের ছবির মত দেখুন কোন নাম নেই, নাম বিহীন ফোল্ডার তৈরী হয়ে গেছে।

এরপর ফোল্ডারের উপরে রাইট ক্লিক করে Properties>Customize>Change Icon>এরপর নিচের মত কোন একটি খালি যায়গা সিলেক্ট করে ওকে করে বেরিয়ে আসুন,

এরপর দেখুন ফোল্ডারটি দেখা যায় না, কিন্তু সেখানে মাউস নিয়ে সিলেক্ট করলে দেখা যায় এবং ডাবল ক্লিক করলেও কাজ করে কিন্তু কেহ দেখতে পায় না।

 

ভাল লাগলে কমন্টে জানাতে ভুলবে না…

 

ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার

 

সাইট টু: পিসি হেল্প সেন্টার

আল্লাহ হাফেজ