আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশাকরি ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেস রহমতে ভাল আছি।

অনেকে এখনও নতুন, ইংরেজী টাইপ করতে গেলে হাত চালু নেই, কিভাবে কিবোর্ডে হাত রাখতে হয় তার নিয়ম জানানেই, এবং অনেকে একটা একটা দেখে দেখে এক আঙ্গুল দিয়ে, টাইপ করে তাতে দেখা যায় অনেক সময় লাগে, এবং এই ধরণের টাইপে কোন দিনও হাত চালু করা সম্ভব নয়। আজ আপনাদের সাথে যা শেয়ার করব, তা হল আপনি যদি সেই লেখাটা প্রতিদিন মাত্র কয়েক বার লেখেন তবেই মাত্র কয়েক দিনের মধ্যেই হাত চালু করা সম্ভব, প্রথমে হাত রাখুন কিবোর্ডে এমন ভাবে, কিবোর্ডের ভিতরের (G,H) এই দুটি অক্ষর খালি রেখে বাম পাশে চার অক্ষরের উপরে বাম হাতের চারটি আঙ্গুল, এবং ডান পাশের এইচ এর পরে জে থেকে চারটি কী এর উপরে চারটি আঙ্গুল রেখে টাইপ শুরু করুন, এবং শুধু (The quick brown red fox jumps over a lazy dog.) লেখাটি লেখুন এটা বার বার লেখলেই আপনার লেখা উপরে এবং কোন চাবি কোন আঙ্গুলের কাছে তা বুঝতে পারবেন, কারণ এই লেখারটির মধ্যে রয়েছে (A থেকে Z) পর্যন্ত সকল শব্দই আছে এখানে খুঁজে দেখতে পারেন। আপনার লেখতে কষ্ট হতে পারে নতুন থাকতে কয়েক দিন দৈর্জ্য নাও থাকতে পারে আপনার, কিন্তু মনে রাখবেন, দৈর্জ্যই পারে আপনার কাজের অগ্যগতি বৃদ্ধি করতে। আপনার লিখতে সমস্যা হলে খুঁজে না পেলে কোন অক্ষর হাত কিবোর্ডের উপর থেকে উঠিয়ে অক্ষরটি খুঁজুন এবং পেলে আবার কিবোর্ডের উপরে নিয়ম অনুযায়ী হাত রেখে তার পরে কী টি চাপুন, তাহলে পরের বার আর আপনার খুঁজতে হবে না, লেখার সময় আপনার মনে থাকবে যে, আপনার এই আঙ্গুলের কাছে আছে ঐ অক্ষরটা। সঠিক ভাবে আপনারদের বুঝিয়ে লেখার চেষ্টা করেছি, কতটা পেরেছি জানি না, এটার উত্তর আপনার কাছে, আমি কতটা আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি।

আমার এম.এস. ওয়ার্ড নিয়ে একটি বই লেখা যদি কারো দরকার হয় তবে এখানের পোষ্টটি দেখুন।

ভাল লাগলে কমন্টে জানাতে ভুলবে না…

ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার

সাইট টু: পিসি হেল্প সেন্টার

আল্লাহ হাফেজ