আসলালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমিও আপনাদের দোয়ায় এবং অশেস আল্লাহর রহমতে ভাল আছি।

আমরা অনেক সময় bios(basic input output system) password ভুলে যাই ।তখন কি বিপদেই না আমরা পরি ।চিন্তা নেই পিসির এই রোগের ঔষধ হচ্ছে একটি স্ক্রু ড্রাইভার ।আপনার cpu এর উপরের কেচটি খুলুন ।চিত্রে দেয়া ব্যাটারির মত একটি ব্যাটারি দেখতে পাবেন ।এখন আপনার করণীয় হচ্ছে ব্যাটারিটি ৩০ মিনিটের মত খুলে রাখা ।এবার ব্যাটারিটি জায়গা মত লাগিয়ে cpu কেচটি বন্ধ করে দিন ।ব্যাস 🙂 এখন পিসি চালু করুন এবং দেখুন ৩০ মিনিটের কীর্তি।ধন্যবাদ। 😀 😛

ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।