আল্লাহ্ এর নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আজকে আমি যে টিপস টি আপনাদের সাথে শেয়ার করবো তা হয় তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না । আর যারা জানেন তাদের জন্য আমার আজকের এই পোস্ট । আমারা বিভিন্ন সফটওয়্যার কম্পিউটার টিপস ইত্যাদি বিভিন্ন কাজ শিখার জন্য আমাদের টিউটিরিয়াল বই এর দরকার হয় , তখন আমারা গুগল এ সার্চ দিই কিন্তু কাঙ্ক্ষিত বই টি পাই না । আবার পেলেও প্রচুর খোজা খোজির পর পাই । কিন্তু আজকে আমি আপনাদের যে টিপস টি দেবো তার দ্বারা আপনি খুব সহজে আপনার কাঙ্ক্ষিত PDF ফাইল টি পেয়ে যাবেন । টিপস টি পেতে নিচে যান ।
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = == = = = = = = = = = = = = = = = = = = =
* এর জন্য যা করতে হবে তাহল > “photoshop” fileType:pdf এই যে লাল দাগে photoshop আছে সে খানে আপনি যে PDF ফাইল খুজছেন তার নাম লিখুন , তারপর Google এ সার্চ দিন । দেখবেন শুধুই photoshop এই বিভিন্ন টিউটিরিয়াল বই হাজির হয়েছে ।
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
* দেখলেন তো কাজটি কতো সোজা । তাহলে আর আপনাকে PDF ফাইল কষ্ট করে খোজা খোজি করতে হবে না । তাহলে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কিছু নিয়ে ।
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = == = = = = = = = = = = = = = = = = = = = = = =
* আমার দ্বারা পূর্বে প্রকাশিত এখানে
* সময় পেলে আমার ফেসবুক ফ্যান পেজ থেকে ঘুরে আসুন আর ভাল লাগলে একটি লাইক করুন ।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
পোস্ট টি পড়ার জন্য এবং একটি মন্তব্য করারা জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাই ।