আল্লাহ্‌ এর নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আজকে আমি আপনাদের যে টিপস টি দেবো তা থেকে কোন কিছু শিখার নেই , শুধু মাত্র বন্ধুদের সাথে একটু মজা করতে পারবেন এই আর কি জিনিস টা হল আমি আপনাদের একটি লিঙ্ক দেবো সেটি আপনি আপনার বন্ধুদের শেয়ার করবেন দেখেন তারা ভাবে তাঁকে নিয়ে নেটে অনেক কিছু বেরিয়েছে । তা হলে সব কিছু পেতে নিচে যান ।

 

* প্রথমে এই parvez.is-a-jerk.com  এই লিঙ্ক টি কে কপি করে যে লাল রঙ্গে  parvez  নাম টি আছে সেখানে আপনার বন্ধুর নাম লিখে লিঙ্কটি তাকে শেয়ার করুন তারপর দেখুন । এটা আপনিও নিজের নাম লিখেও করতে পারেন । দেখুন আপনার নাম দিয়ে কতো কি হাজির হয়েছে ।

 

* টিপস টি সম্পর্কে অনেকে যানতে পারেন , কিন্তু আমার যেসকল বন্ধু যানে না তাদের জন্য এই পোস্ট । এই পোস্টে কোন ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন ।

 

* তাহলে আজকের মতো এই পর্যন্ত , আর হ্যাঁ ক্যামন মজা পেলেন জানাতে ভুলবেন না কিন্তু । ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত । আল্লা হাফেজ ।