আল্লার নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আজকে আমি আপনাদের এমন একটি সফটওয়্যার এর সাথে পরিচয় করার যার দ্বারা আপনি আপনার পিসি এর ফোল্ডার গুলি কে মনের মতো রাঙিয়ে তুলতে পারবেন । সফটওয়্যার টির নাম হল FolderColorizer এই সফটওয়্যার টি সম্পর্কে হয়তো অনেকে জানেন , কিন্তু আমার যেসকল বন্ধু জানেন না তাদের জন্য আমার এই পোস্ট ।তা হলে কিভাবে করবেন তা দেখতে একটু নিচে যান ।
* প্রথমে নিচে থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন , তারপর সাধারন ভাবে সফটওয়্যার টি ইন্সটল করুন ব্যাস কাজ শেষ । এবার কোন একটি ফোল্ডার এর উপর মউস এর রাইট ক্লিক করুন তারপর Colorize! তে মউস রাখুন তাহলেই বুজতে পারবেন । নীচের চিত্র দেখুন ।
* এবার যে কোন রঙে ক্লিক করলে আপনাকে অ্যাক্টিভ করতে বলবে সেখানে আপনার Email দিয়ে অ্যাক্টিভ করে ফেলুন ,নীচের চিত্রে দেখুন ।
* ব্যাস অ্যাক্টিভ হয়েগেছে , এবার মন তো রঙ দিন আপনার ফোল্ডার কে । আর হ্যাঁ আপনি চাইলে রঙ নিজের মতো করে বানিয়েও নিতে পারেন এর জন্য আপনাকে Colors এ ক্লিক করতে হবে ।
* পাসওয়ার্ড চাইলে দিন Asobondhu ।
* সফটওয়্যার টি windows 7 , windows xp , windows 8 এর 32 এবং 64 Bit এ সাপোর্ট করবে । তাহলে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে । আল্লা হাফেজ ।
thanks bro share korar jonno
welcome bro comment korar jonno
হুম আমার কাছে অনেক দিন আগে থেকেই আছে, কিন্তু এটা নিয়ে পোষ্ট করব এমটি আমার মনে আসেনি তাই করাও হয়নি, কিন্তু, আপনার পোষ্টটি দেখে মনে হল, যে, এটা আমার কাছেওতো আছে 😛 ধন্যবাদ শেয়ার করার জন্য। এই রকম আরো পোষ্ট চাই আপনার কাছ থেকে।
হুম , ধন্যবাদ ।