পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করলাম
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। তবে আর কথা বাড়িয়ে লাভ কি? বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
প্রথমে এখান থেকে MagicISO নামের সফটওয়ারটি ডাউনলোড করুন, এরপরে ইন্সটল করুন সিরিয়াল কি ভিতরে দেয়া আছে, তাই ফুল ভার্সন করে নিন।
এবার আপনার সিডি/ডিভিডি ড্রেরাইভে একটি ব্যালাং সিডি/ডিভিডি প্রেবেশ করান এবার Burn cd/dvd with iso..নামের টুলবারটিতে ক্লিক করুন
পিক্সার ০১।
তাহলে তাহলে নিচের মত একটি ডায়লক বক্স আসবে
পিক্সার ০২।
সেখানে আপনি উপরের ঘরটিতে আপনার সিডি ড্রেরাইভটি সিলেক্ট করুন, এবার দ্বিতীয় অপশনটিতে আপনার পিসিতে থাকা ISO ফাইলটি সিলেক্ট করুন, এবার ৩য়টিতে যে কোন একটি speed সিলেক্ট করুন, তবে এখানে আমি 22সিলেক্ট করেছি, আপনারাও চাইলে 22সিলেক্ট করতে পারেন। এরপরে ৪র্থ লাল দাগ দেয়াটিতে ক্লিক করুন (Burn ) তাহলেই নিচের সিডি/ডিভিডিটি রাইট শুরু হবে। নিচের পিক্সারটি দেখুন।
পিক্সার ০৩।
তাহলে আজ এই পর্যন্তই আলোচনা রাখলাম, আবার পরবর্তি পোষ্ট নিয়ে খুব তারাতারিই আপনাদের মাঝে হাজির হব, ততক্ষন আমাদের থাকুন।
ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার
আমাদের সাইটের সকল পোষ্ট আপনার ফেসবুকের ওয়ালে পেতে পেজ লাইক করুন (পিসি হেল্প সেন্টার)
nice , dhonnobad vai
আপনাকেও ধন্যবাদ।
Khub Sundor Bhabe Post Korar jorno Dharnobad apnake
Thanks for comment