আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন,আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেস রহমতে ভাল আছি।

আজকে আমার শুভ জন্মদিন তাই চেয়েছি ভাল কিছু দিতে তবে কতটা পেরেছি জানিনা তবে তারপরও দেয়ার চেষ্টা করেছি।

আমরা অনেকেই জিপি মডেম দিয়ে নেট ব্যবহার করে থাকি এবং এটার ব্যালেঞ্চ দেখতে খুব জামেলা হয়ে থাকে,সিম বার বার খুলে ব্যালেঞ্চ দেখতে হয় তবে হয়তো অনেকেই জানেন কি ভাবে ব্যালেঞ্চ দেখতে হয়,তবে আমার পোষ্ট যারা না জানে তাদের জন্য।

Huawei E1550 Modem

Huawei EG162G Modem

আর এই  ‍দুই মডেল ছাড়া যাদের মডেম আছে তারা মডেমটি ওপেন করুন এবং মেসেজ অফসনে গিয়ে লিখুন বড় হাতের অক্ষর দিয়ে VIEW এবং পাঠিয়ে দিন 5000 নম্বরে (ফ্রি) তাহলে আপনাকে একটি মেসেজ দিবে এবং তাদে দেয়া থাকবে আপনি কোন প্যাকেজ ব্যবহার করেন, কত তারিখ চালু করেছেন, কত তারিখ লাষ্ট ডেট, এবং কত ব্যালেন্স সব সহ একটি মেসেজ আসবে তাহলেই আপনি আপনার ব্যালেন্স জানতে পারবেন। ধন্যবাদ আশা করি সকলে কাজে লাগবে যদি কাজে লেগে থাকে তবে কমেন্ট করতে ভুলবেন না।

 

Now Click This USSD icon And type anything you wants like *566# to check your balance,type *566*10# to Check your Remaining data or Type to recharge your account etc

আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার