গালাক্সি ওয়াই একটি বহুল প্রচলিত আন্ড্রইড ফোন । এখন আমরা চাইলেই এই ফোনে আন্ড্রইড জেলিবিন ওএস ইন্সটল করতে পারি ।
এই পোস্ট শুধুমাত্র অভিজ্ঞ বাক্তিদের জন্য । অনভিজ্ঞ লোকেরা ১০০ হাত দূরে থাকুন ।
শুরু করার আগেঃ-
১। মানসিক ভাবে প্রস্তুত হয়ে নিন । আপনার ফোন নষ্ট হতে পারে, বা এর ওএস এবং বিভিন্ন পার্টস নষ্ট হতে পারে । এবং আপনার ফোনের গ্যারান্টি চলে যাবে । আমি আমার আগের একটি আন্ড্রইড এই ভাবে নষ্ট করেছি ।
২।এই পোস্ট শুধুমাত্র Samsung Galaxy Y / S5360 এর জন্য প্রযোজ্য ।
৩।আপনি ফোনে clockworkmod recovary ইন্সটল করে নিন ও আনুশাঙ্গিক কাজ সম্পন্ন করুন । এটি আপনি গুগল এ সার্চ দিলে পেয়ে যাবেন । আপনার ডিভাইস রুট করে নিন ।
#কিভাবে clockworkmod recovary ইন্সটল করব ?
- ইন্সটল করার আগে, আপনার ফোনের সব ডাটা ব্যাকআপ করে নিনি ।
- তারপর ডাউনলোড করুন । আপনার পিসি তে সেভ করে রাখুন ।
- ফোন টি ইউএসবি দারা পিসির সাথে যুক্ত করুন । আপনার এসডি কার্ডে কপি করুন । এটি কোন ফোল্ডারে রাখবেন না ।
- ইউএসবি খুলে ফেলুন । ফোনটি বন্ধ করুন । Home button + Volume up button ও Power button একসাথে চাপ দিয়ে আপনার ফোনটি রিকভার মোড এ চালু করুন ।
- তারপর Update from SD Card নির্বাচন করুন । মনে রাখবেন, এখন টাচ বাবস্থা নিস্ক্রিয় । ভলিওম কি দারা সিলেক্ট করুন ও হোম স্ক্রিন বাটন দারা নির্বাচন করুন ।
- এখন জিপ ফাইল টি নির্বাচন করুন ।
- কাজ শেষ হলে back করুন ও Reboot system now নির্বাচন করুন ।
#কিভাবে রুট করব ?
- এখান থেকে ডাউনলোড করুন । এটি রুট করতে লাগবে ।
- ফোন টি ইউএসবি দারা পিসির সাথে যুক্ত করুন । আপনার এসডি কার্ডে কপি করুন । এটি কোন ফোল্ডারে রাখবেন না ।
- ইউএসবি খুলে ফেলুন । ফোনটি বন্ধ করুন । Home button + Volume up button ও Power button একসাথে চাপ দিয়ে আপনার ফোনটি রিকভার মোড এ চালু করুন ।
- apply update from sdcard নির্বাচন করুন ।
- এখন জিপ ফাইল টি নির্বাচন করুন ।
- ইন্সটল সমাপ্ত হলে আগের মত ফোনটি reboot করুন ।
৪। আপনার পিসি তে যেন ফোনটির সকল ড্রাইভার ইন্সটল থাকে ।
৫। ফোনটি ফুল চার্জ করে নিন ।
৬। পিসির সকল প্রোগ্রাম [অ্যান্টিভাইরাস সহ ] বন্ধ করুন ।
এখন আমরা কাজ শুরু করতে পারি ।
- JellyBlast 4.1 Custom Rom আপনার পিসি তে ডাউনলোড করুন । এটি হচ্ছে জেলিবিন ওএস । আপডেটের কোন খবর জানতে XDA thread তে যান ।
- Google Apps Package আপনার পিসি তে ডাউনলোড করুন ।
- ফোনটি ইউএসবি কেব্ল দারা পিসি তে যুক্ত করুন ।
- ডাউনলোড করা ফাইল সমুহ আপনার পিসি তে কপি করুন ।
- ফোন বন্ধ করে রিকভার মোড চাল করুন ।
- আবার মনে করিয়ে দিতে চাই , মাথা ঠাণ্ডা রাখুন ।
- এখন ‘ Wipe data/Factory reset নির্বাচন করুন power button এ চাপ দিয়ে । এর পর একটি সতর্কীকরণ স্ক্রিন আসবে । ওখানে সিলেক্ট করুন ।
- এরপর ‘ Wipe cache ‘ সিলেক্ট করুন ও ওকে করুন ।
- এরপর ‘ Advanced –> Wipe Dalvik cache ‘ নির্বাচন করুন ।
- তারপর ‘ Flash ZIP From SD Card ‘ ও Choose ZIP From SD Card এখান থেকে JellyBlast 4.2 ROM file যেটা আপনি এসডি কার্ডে কপি করেছিলেন । ফাইল টি নির্বাচন করুন ও কনফার্ম করুন । ইন্সটল এখন শুরু হবে ।
- ইন্সটল শেষ হলে 10 নাম্বার ধাপের মতই google apps package ইন্সটল করুন ।
- কাজ শেষ হলে Go back ‘ তারপর ‘ Reboot system now ‘ নির্বাচন করে ফোনটি রিবুট করুন ।
- এখন আপনার ফোনে Jelly Bean 4.1 ইন্সটল হল ।