আল্লার নাম নিয়ে আমি আজকের এই পোস্ট শুরু করছি । আমারা সবাই চাই যেকোনো ভিডিও কে আমাদের মনের মত করে সাজাতে , আর সেই জন্য আজ নিয়ে এলাম দারুন একটি ভিডিও এডিটিং সফটওয়্যার। সফটওয়্যার টির নাম Powerdirector , এই সফটওয়্যারটি দিয়ে আপনি খুব সহজে যে কোন ভিডিও কে আপনার মনের মত লুক দিতে পারবেন , কারন এর ব্যবহার একদম সোজা । আপনারা একটু মন দিয়ে দেখলেই এর কাজ সব বুঝতে পারবেন , এবং সহজে এডিটও করতে পারবেন । সে যাই হোক আমি আপনাদের এই সফটওয়্যার সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা দেবার চেষ্টা করব , এর জন্য আপনারা আমার নীচের টিপস গুলি লক্ষ করুন ।
১) সফটওয়্যারটি ১) ৯ >এখান ২ ) ৮ > এখান থেকে ডাউনলোড করেনিন। লিঙ্ক টি আমি টরেন্ট এ দিলাম , আপনারা চাইলে টরেন্ট ফাইল IDM দিয়ে ডাউনলোড করতে পারবেন । IDM দিয়ে কিভাবে ডাউনলোড করবেন তার জন্য এখানে ক্লিক করুন । ডাউনলোড শেষ হলে ইন্সটল করে নিন । তারপর সফটওয়্যার টি ওপেন করুন ।
১) এবার আমার নীচের চিত্রে দেখুন । এটা আমি powerdirector 8 এ করেছি । কিন্তু ৮-৯ এর কাজ একই । >>>
২) Import media তে ক্লিক করে আপনি যে ভিডিও এডিট করবেন তা সিলেক্ট করুন । নীচের চিত্রের মত >>
৩) এবার ভিডিও টি কে Master Video Track এ এনে ছেড়ে দিন এবাং আপনার দরকার মত Effect , Title এবং music অ্যাড করুন । নীচের চিত্রের মত >>
৪) আপনার ভিডিও টি এডিট করা সম্পূর্ণ হলে , এবার সেভ করার পালা । সেভ করার জন্য আপনি Produce তে ক্লিক করুন । তারপর কোন ফরম্যাটে সেভ করবেন তা সিলেক্ট করুন । কোথাই সেভ করবেন তা দেখিয়ে দিন । সব শেষে Start এ ক্লিক করে সেভ শুরু করুন । নীচের চিত্রে দেখুন >>
* আমি খুব সংক্ষেপে আপনাদের কে প্রাথমিক ধারণা দেবার চেষ্টা করলাম । সফটওয়্যার টি নিয়ে আপনারা একটু ঘাটা ঘাটি করবেন তা হলে সব বুজতে পারবেন । সফটওয়্যার এর সাথেই কি ফাইল থাকার কথা , যদি না থাকে তাহলে আমাকে বলবেন আমি দিয়ে দিব । আর এই সফটওয়্যার সম্পর্কে কোন অসুবিধা থাকলে আমাকে জানাবেন । আমি চেষ্টা করব সাহায্য করার ।
দারুন হয়েছে ভাই, চালিয়ে যান। অসাধারন।
ধন্যবাদ ভাই । এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য ।
MD Aslam parvez ভাই অনেক ভাল লেখছেন