খুব সহজে ফটোশপে বাংলা লিখুন অভ্র দিয়ে …………………………।।
MD Aslam parvez | ২,৯৫৩ বার পঠিত | জানুয়ারী ২৪, ২০১৩ | টিপস্ এন্ড ট্রিকস্ | ৬ | ৩:২৭ PM |
আল্লার নাম নিয়ে আজ ফটোশপ নিয়ে আমার প্রথম পোস্ট শুরু করলাম ।আজকে আপনাদের দেখাব কিভাবে অভ্র দিয়ে ফটোশপে বাংলা লিখবেন , এর জন্য আমার নীচের টিপস গুল লক্ষ করুন।
* প্রথমে আপনার ফটোশপ ওপেন করুন , তারপর Set the font family তে ক্লিক করুন । নীচের চিত্রের মত >>

* এবার সেখান থেকে Siyam Rupali ANSI খুজে বের করুন । নীচের চিত্রের মত > >
* এবার অভ্র ওপেন করুন , অভ্র না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিনি তার পর ইন্সটল করে নিন । অভ্র ওপেন করে Tools and Settings এ ক্লিক করে Options…. এ ক্লিক করুন। নীচের চিত্রের মত >>
* এবার Global output এ ক্লিক করে Output as ANSI (Experimental) এ ক্লিক করুন । নীচের চিত্রের মত >>
* এবার Use ANSI anyway তে ক্লিক করে ok করে বেরিয়ে আসুন । নীচের চিত্রের মত >>
* এবার ফটোশপে বাংলা লিখুন অভ্র দিয়ে, লিখা হবে । এটা আমি Photoshop 7.0 তে করে ছি আপনারও করে দেখতে পারেন ।
আর আমার লিখার মধ্যে কোন ভুল থাকলে ক্ষমার চক্ষে দেখবেন । আর আমার এই পোস্ট আপনাদের একটুও যদি ভাল লাগে তাহলে কমেন্ট করে যানাবেন ।
আজকের মতে এই পর্যন্ত *আল্লা হাফেজ *
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
thanks bro share korar jonno…
R ha avro sarao bangla lekha jai
আমি জানি , বিজয় দিয়েও লিখা যাই, কিন্তু বশার ভাই বিজয় নিয়ে পোস্ট করে ছেন , তা ছারাও banglaword দিয়েও লিখা যাই , ভাই্্।
হুম
ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য এবং একটি সুন্দর মন্তব্য করার জন্য
হুম ধন্যবাদ চালিয়ে যান, আমরাও আছি আপনার সাথে।
অসংখ্য ধন্যবাদ ভাই।