পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করলাম
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি।
আমরা অত্যন্ত দুঃখিত যে, আমাদের সাইটে কিছু দিন যাবৎ কোন পোষ্ট করা যাচ্ছিল না, কারন আমাদের সাইটে কিছু সিকিউরিটির কাজ চলছিল, তাই একটু সমস্যা করতে ছিল, এখন ঠিক হয়ে গেছে।
তাহলে আজ কি শেয়ার করব আপনাদের সাথে যা হেড লাইন দেখেই বুঝতে পারছেন? এটা অনেকেই আছে যারা যানেন না, এই সমস্যাটা কি কারনে হয়, আর যারা যানে তাদের জন্য আমার এই টিপস্ টি নয়।
আমরা অনেকেই আছি যাদের কম্পিউটারে যে কোন ফাইল রিনেম করে নিজের মত নাম লিখতে গেলেই ফরমেক্ট পরিবর্তন হয়ে যায়, যেমন দরুন আপনার একটি এমপি৪ ভিডিও আছে সেটির নাম এখন অন্য একটি আছে, আর বর্তমানে যেই নামটি আছে, সেই নামটি পরিবর্তন করে আপনি অন্য নাম দিতে চান, নিচের ছবিটি দেখুন আমি একটি এমপি৪ এর নাম পরিবর্তন করব সেটি কি অবস্থায় আছে?
পিক্সার ০১।
তাহলে দেখুন এখানে মধ্যের লাইনে MP4 লেখা আছে, মানে এটি MP4 ফরমেটে আছে।
এবং নাম আছে D%FERAUN%SABE তাহলে এটির নাম পরিবর্তন করে দরুন আমি শুদু FERAUN লিখব তখন দেখা যায় অনেকেরই পিসিতে নিচের মত মেসেজ দেয় নামটি লিখে ইন্টার প্রেস করার সাথে সাথেই
পিক্সার ০২।
এখানে Yes দিলেই নিচের মত আসে
পিক্সার ০৩।
তাহলে দেখা যায় আপনি যখন রিনেম করে নামটি পরিবর্তন করবেন তখনই এমপি৪ ফরমেক্টটিও পরিবর্তন হয়ে ফরমেক্ট বিহিন হয়ে যাবে, তখন ফাইলটি ব্যবহার করা যায় না। তাহলে এই সমস্যা কেন হয়? কারন এটা আপনি যখন রি-নেইম করতে যান তখন দেখেন আপনার ফাইলটির সেই রি-নেম এর সাথে তার ফরমেক্টটিও শো করে তাই রিনেম করার সময় ফরমেক্ট এর নামটিও ডিলেক্ট হয়ে পরিবর্তন হয়ে যায়, তাই কোন ফরমেক্ট ফাইলটি না পেয়ে ওটা ফরমেক্ট বিহিন হয়ে যায়, খেয়াল রাখুন আপনার ফাইলটি রিনেম এর সময় আপনার ফাইল এর নামটির পরে একটি ডট আছে সেই ডট এর পরে ফাইল এর ফরমেক্ট দেখা যাচ্ছে।
পিক্সার ০৪।
আপনি রিনেম করার সময় শুদু নামটি পরিবর্তন করে ডটসহ ফরমেক্ট এর নামটি পরিবর্তন না করেন তাহলে আর এই সমস্যা হবে না, আর যদি এই সমস্যায় আপনি আগে পরে থাকেন এবং সেই ফাইল গুলো এই অবস্থায় আছে তাহলে আপনি সেই ফাইল গুলো পুনরায় ফিরিয়ে আনতে পারবেন যদি আপনার সেই ফরমেক্ট মনে থাকে তাহলে কিভাবে ফিরিয়ে আনবেন? এটা ফিরিয়ে আনার জন্য আপনাকে প্রথমে যানতে হবে ওটা কি ফরমেক্ট এ ছিল? যেমন আমি এই মাত্র একটি ফাইল রি-নেম করেছি সেই ফাইলটি ছিল MP4 এ আর এখন ফাইলটিতে সমস্যা আছে, তাহলে আমি আবার ঐ ফাইলটি আগের MP4 তে কিভাবে ফিরিয়ে নিতে পারব? আপনি ঐ ফাইলটি রিনেম করুন এবং ফাইলটির সকল নামের শেষে একটি ডট দিয়ে ফরমেক্টটি লিখে দিন, যেমন আমার MP4 ফিরিয়ে আনার জন্য আমি আবার লিখে দিলাম ডটসহ .MP4 লিখে ইন্টার মারলেই আগের MP4 এ ফিরে যাবে দেখুন নিচের ছবিটি।
পিক্সার ০৫।
আর এই সমস্যা থেকে চিরমুক্তি পেতে চান? তাহলে আবার দেখুন আপনি যেন রিনেম করতে গেলে এই ফরমেক্ট পরিবর্তন না হয়, এ জন্য আপনি প্রথমে যে কোন একটি ফোল্ডার ওপেন করুন এবং এরপরে উপরে Tools থেকে ফোল্ডার অপসনে এ ক্লিক করুন। অথবা Start>Control Panel>Folder Options এ ক্লিক করুন তাহলেই আপনার সামনে একটি নিচের মত বক্স আসবে।
পিক্সার ০৬।
আপনি এখান থেকে View ট্যাব এ ক্লিক করুন এখানে নিচে দেখুন Hide extensions for known file types এখানে টিক দিন।এবার ওকে করুন। এখন দেখুন আপনি কোন ফাইল রিনেম করতে গেলে আর ফাইল নেমটির সাথে আপনার ফরমেক্টটি শো করেনা,
পিক্সার ০৭।
তাহলে এখন থেকে আপনি রিনেম করতে পারবেন আর কোন সমস্যা হবে না।
ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার
আমাদের সাইটের সকল পোষ্ট আপনার ফেসবুকের ওয়ালে পেতে পেজ লাইক করুন (পিসি হেল্প সেন্টার)
jotil bro…thanks share korar jonno
আপনাকেও ধন্যবাদ সর্ব প্রথম মন্তব্য করার জন্য।
dhonnobad, vai