TuneUp Utilities 2012 দিয়ে আপনার পিসি এর Shortcut arrow তুলে দিন মাত্র এক ক্লিক এ ( পর্ব – ৪ )
MD Aslam parvez | ১,০৯০ বার পঠিত | জানুয়ারী ৬, ২০১৩ | টিপস্ এন্ড ট্রিকস্,সফটওয়্যার | ২ | ১০:৫৪ AM |
আল্লার নাম নিয়ে আজকের এই ছোট্ট পোস্ট শুরু করছি , আশাকরি আপনাদের ভাল লাগবে । আমারা যখন কোন সফটওয়্যার ইন্সটল করি তখন সেটি ডেস্কটপে শর্ট কার্ট আকারে দ্যাখযাই , কেমন হয় যদি সেই Shortcut arrow তুলে দেন । এটা খুব সোজা এটার জন্য TuneUp Utilities তো অবশ্যয় লাগবে , কারন আমার এই পোস্ট গুল সব TuneUp Utilities নিয়ে । আমার আগের ৩ টি পর্ব হল > ১ — ২— ৩ এর মধ্যে TuneUp Utilities সফটওয়্যার পেয়েযাবেন ডাউনলোড করুন তারপর ইন্সটল করুন সিরিয়াল কী সঙ্গে পাবেন ফুল্ল ভার্সন করে নিনি। এবার কিভাবে Shortcut arrow তুলবেন , তার জন্য নীচের টিপস গুল ফলো করুন >>>
১) প্রথমে Customize Windows এ যান তারপর Appearance of icons option এ যান , নীচের চিত্রের মত >

২) এবার দেখুন ডান পাশে Show Shortcut arrow নামে একটি বক্স এ ঠিক দেওয়া আছে সেটি তুলে দিন , তারপর Apply এ ক্লিক করুন , পিসি Restart নিবে , নীচের চিত্রের মত >
* ব্যাস এবার দেখুন আপনার Shortcut arrow আর নেই ।
* আমি যে ভাবে চিত্র তে দেখালাম হয় তো আপনার পিসি তে সে ভাবে নাও থাকতে পারে , তার জন্য আপনি এই টিপস দেখুন > Customize Windows > Visual style তে যান তা হলে নীচের চিত্রের মত পাবেন , চিত্রের দেখুন আমি বাম পাশে Appearance of icons এ লাল দাগ দিয়ে ছি তাতে ক্লিক করুন , তাহলে নীচের চিত্রের মত ডান পাশে Show shortcut arrow optin পাবেন ।
আজকের মত এই পর্যন্ত আবার দেখা হবে , ভাল থাকবেন ।
*আল্লা হাফেজ*
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
হুম অসংখ্য ধন্যবাদ চালিয়ে যান।
wellcome vai , commentkorar jonno
