TuneUpUtilities2012 দিয়ে আপনার পিসির থীম পরিবর্তন করুন।(পর্ব-২)……
MD Aslam parvez | ১,৫৮৮ বার পঠিত | ডিসেম্বর ২৫, ২০১২ | টিপস্ এন্ড ট্রিকস্ | ৬ | ৭:৪২ PM |
আল্লার নাম নিয়ে TuneUpUtilities2012 পর্ব -২ নিয়ে পোস্ট করতে বসে গেলাম। এর আগে আমি দেখিয়ে ছিলাম TuneUpUtilities2012 দিয়ে কিভাবে আপনার পিসি এর Logon screen পরিবর্তন করবেন , যারা আমার সেই পোস্ট দেখেন নি তারা এখানে ক্লিক করে দেখতে পারেন । আজকে দেখাব কিভাবে থীম পরিবর্তন করবেন ।এর জন্য নীচের টিপস গুলি লক্ষ করুন খুব সোজা ।
১) প্রথমে আপনার TuneUpUtilities চালু করুন, তারপর Customize Windows>Visual style

এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন >
২) এবার Add বটনে ক্লিক করুন। নীচের চিত্রের মত >
৩) এবার Download Visual style From TuneUp online এ ক্লিক করুন , সেখান থেকে আপনার পছেন্দের থীম ডাউনলোড করুন । নীচের চিত্রের মত >
৪) এবার Load Visual style From a file…. এ ক্লিক করে আপনি যেখানে থীম টি ডাউনলোড করে রেখেছেন সেখান থেকে থীম টি সিলেক্ট করুন । নীচের চিত্রের মত>
৫) এবার নীচের চিত্রের মত করুন এবং শেষে Apply এ ক্লিক করে থীম Save করুন ।
* ব্যাস কাজ শেষ এর পরে দেখাব কিভাবে icon পরিবর্তন করতে হয় । আজকের মত এই পর্যন্ত ভাল থাকবেন *আল্লা হাফেজ* ।
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
thanks for share
আপনাকেও ধন্যবাদ ভাই । পোস্ট পড়ার এবং মন্তব্য করে উৎসাহ দেবার জন্য ।
দারুন পোষ্ট করেছেন ভাই, পরের পর্বের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।
ধন্যবাদ সুমন ভাই ।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনাকেউ অনেক ধন্যবাদ বশার ভাই ।