শুরুতে আমার সালাম নিবেন। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন? আমিও আল্লাহর অশেষ রহমতে ভালই আছি।একটু সময় করে দেখুন আপনার কাজে আসতে পারে।
কথা না বাড়িয়ে কাজ এর কথা বলি, অনেক সময় আমরা
আমাদের ল্যাপটপ এ নতুন করে উইন্ডোজ দিবার পর আমাদের ওয়েবক্যামেরা কাজ করে না।
তখন আমাদের পরতে হই মহা ঝামেলাই।নেট থেকে খুজতে হই নতুন ড্রাইভার। আবার দেখা যায় যে ড্রাইভার ডাউনলোড করলেন তা কাজ করে না। তখন মাথা খারাপ হয়ে যায়।
তাই আপনাদের মাথা যেন খারাপ না হই তাই আমার এই post. এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার ল্যাপটপ এ সহজেই আপনার ওয়েবক্যামেরা ব্যবহার করতে পারবেন।
তার জন্য আপনাকে কষ্ট করে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। আর ইন্সটল করে ব্যবহার করতে হবে। ইন্সটল করার পর আপনার কাজ শেষ । যা করার এই সফটওয়্যারই করবে। আপনি শুধু desktop a shortcut a click করুন আর দেখুন আপনার ক্যামেরা চালু হয়ে গেছে। এটি আপনি desktop computer এ ও ব্যবহার করতে পারবেন।
তাহলে দেরী না করে এখুনি ডাউনলোড করে নিন।
উপরের লিঙ্ক কাজ না করলে নিচের লিঙ্ক দেখুন
সবাই ভাল থাকেন এই কামনায় আজ এই পর্যন্ত ।আল্লাহ হাফেজ ।
ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
আপনাদের কমেন্ট পেলে আমরা উৎসাহ পাই।
hmm , thanks vai , valo post
আমার ওয়েভ ক্যাম্প নেই, তারপরও ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাদের কেও ধন্যবাদ