যারা দেশের বাহিরে  জেতে চান তাদেরকে অবশ্যই পাসপোর্ট করতে হবে।আর পাসপোর্ট ভেরিফিকেসান এর জন্য একজন SB অফিসার আপনার কাছে আসবে ।এগুলো সবার জানা।কিন্তু অনেকে জা জানেনা তা হল,ভেরিফিকেসান এর তথ্য এখন আপনি জানতে পারবেন মোবাইল এর মাধ্যমে অথবা  নেট এর মাধ্যমে।

মোবাইল এর মাধ্যমে জানতে চাইলে আপনাকে জা জা করতে হবে-

মোবাইল এর মেসেজ অপসান এ গিয়ে টাইপ করুন MRP তারপর স্প্যাস দিয়ে আপনার ডেলিভারি স্লিপ এর উপরে ১৪ অথবা ১৫ ডিজিট এর একটি নাম্বার আছে এটা টাইপ করুন।তারপর পাঠিয়ে দিন ৬৯৬৯ এই নাম্বারে।

উদাহরন -MRP 260312345678902 send to 6969

অথবা আপনি নেট থেকে ও জানতে পারেন।নেট থেকে জানার জন্য আপনাকে এই লিঙ্ক http://www.immi.gov.bd/passport_verify.php এ ক্লিক  করতে হবে.তারপর আপনার পাসপোর্ট স্লিপ এর ১৪/১৫ ডিজিট এর  শেষ ৫ ডিজিট টাইপ করুন।তারপর আপনার জন্ম তারিখ টাইপ করুন জেটা আপনার পাসপোর্ট ফর্ম এ আছে।তারপর দেখবেন আপনার তথ্য চলে আসবে।

এটা আমার প্রথম পোস্ট যদি কোন ভুল হয় ক্ষমা করবেন