পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করলাম
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। অনেকে মনে করে ফ্লাশ দেয়াটা অনেক কষ্ট কর, এতবড় কষ্ট কে করে? কিন্তু আপনি ভাবুন যদি আপনার মোবাইলের কখনও ফ্লাশ নষ্ট হয়ে যায় অথবা কোন কারনে ফ্লাশ দিতে হয়, বা আপগ্রেড সফটওয়্যার বের হয়েছে তাই আপনি সফটওয়্যার আপগ্রেড করতে চান, তাহলেও এই ফ্লাশ দিতে হয়, আর আপনি বাহিরে কোন দোকানে যাবেন তাতে দেখা যায় সাধারনত 300টাকার মত নেয়, আর নকিয়া কেয়ারে সম্ভবত 500টাকার মত নেয়, তাও আবার কোন গ্যারান্টি দিবে না কেহ, আপনি ফ্লাশ দিয়ে বাসায় আসার আগেই আবার ফ্লাশ নষ্ট হয়ে যেতে পারে,তাহলেতো আবার দিতে হবে, এবং আবার যদি আপনি নিয়ে যান তাহলে আবার একই খরচ দিতে হবে, এখন ভাবুন তাহলে?????? এতো টাকা খরচ করবেন? আর আপনি যদি ফ্লাশ দিতে যানেন তাহলেতো আপনিই দিয়ে নিতে পারবেন এতো টাকা খরচ হবে না + যতবার ইচ্ছে দিতে পারবেন। তবে আর কথা বাড়িয়ে লাভ কি? বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
এটা দেয়ার জন্য আপনার যা যা থাকা দরকার।
০১। আপনার সেটের একটি ক্যাবল যেটি দিয়ে আপনি আপনার পিসিতে কানেক্ট দিতে পারবেন।
০২। Nokia Pc Suilt (যাদের কাছে নেই তারা নিচের যেকোন একটি লিংক থেকে ডানউলোড করুন।
লিংক 01. ডাউনলোড ফাইল হিপ্পো থেকে।
লিংক 02. নকিয়া সার্ভার থেকে।
০৩। JAF (যাদের কাছে নেই তারা এখান থেকে ডাউনলোড করুন।
০৪। OGM JAF PKEY Emulator (যাদের কাছে নেই তারা এখান থেকে ডাউনলোড করুন।
০৫। Navifirm (যাদের কাছে নেই তারা এখান থেকে অথবা মিডিয়াফার থেকে ডাউনলোড করুন।
০৬। আপনার সেটের সফটওয়্যার মানে Firmware
আর যা আপনাকে যানতে হবেঃ
০১। আপনার সেটের নাম।
০২। আপনার সেটের মডেল।
০৩। আপনার সেটের RM কত।
বি: দ্র: যদি কোন ফাইল ডানউলোড বা রার পাসওয়ার্ড চায় তাহলে এটা দিবেন www.pchelpcenterbd.com মনে রাখবেন http:// এটা যেন দেয়া না হয়।
এই তথ্য তিনটি জানার উপায়ঃ-
এই তথ্য গুলো আপনি আপনার সেট থেকে যানতে পারবেন পদ্ধতি এক *#0000# অথবা আপনার সেটের ব্যাটারী খুলে সেখানে উপরে একটি সাদা জায়গাতে অনেক তথ্য লেখা আছে, সেই যায়গা থেকেও আপনি দেখতে পারেন।
কাজ করার পদ্ধতিঃ এখানে আমি আমার সেট থেকে দেখালাম আমার সেট (nokia 3110c)
আপনার সেটের Firmware ডাউনলোড করার জন্য প্রথমে আপনি Navifirm সফটওয়্যারটি ওপেন করুন এবং নিচের ছবিটি দেখুন।
পিক্সার ০১।
এখন নাম্বারের সাথে মিলিয়ে দেখুন।
০১। সফটওয়্যারটি ওপেন করার পরে কিছুক্ষণ উপরে ডান কোনায় যে একটি লাল দাগ দেয়া আছে দেখুন সেখানে কানেক্টটিং চলবে পরে ডানপাশে (০১) এখানে সকল সেটের নাম মডেলসহ RM আসবে প্রথামে আপনার সেটের নাম এবং RM সিলেক্ট করুন।
০২। এক সিলেক্ট করার পরে কিছুক্ষণ আপনার লোড নিবে তারপরে দুইতে আপনার সেটের অনেক গুলো ভার্সন আসবে সেখান থেকে আপনি লাষ্ট ভার্সন সিলেক্ট করুন।
০৩। এখানে অনেক গুলো কালার এবং বিভিন্ন ল্যাগুয়েজ আসবে সেখানে থেকে আপনার সেট কি থিম এবং কি ল্যাগুয়েজের হবে তার সিলেক্ট করুন (এখানে থিম বেশি কিছু না, কারন আপনি অন্য থিম ব্যবহার করতে পারবেন) তাহলে এখান থেকে আপনার পছন্দ মত একটি সিলেক্ট করুন।
০৪। তিন সিলেক্ট করার পরে কিছুক্ষণ কানেক্ট নিয়ে এখানে সম্ভবত ৬টি ফাইল আসবে, সেই ৬টি ফাইল আপনার ডাউনলোড করতে হবে, আপনি একটি একটিও করতে পারবেন অথবা আপনি এক সাথে সকল ফাইল ডাউনলোড দিতে পারবেন। তাহলে আপনি ফাইল গুলোতে টিক দিয়ে নিচে ডাউনলোড ক্লিক করুন।
পিক্সার ০২।
ডাউনলোডে ক্লিক করলে উপরের ছবিটির মত একটি মেসেজ আসবে, সেখানে আপনি সিলেক্ট করুন কোন ফোল্ডারে ফাইল গুলো ডাউনলোড হয়ে থাকবে।
এক এক সেটের Firmware এক এক সাইজের থাকে আমার সেটের Firmware ২২.৫এম.বি।
ব্যাস ডাউনলোড হয়ে গেলে এবার কাজ শুরু করুন।
প্রথমে Nokia Pc Suilt ইন্সটল করুন, দ্বিতীয়: JAF সফটওয়্যারটি ইন্সটল করুন,
এবার আমি যে লোকেশন দেখাব সেই লোকেশন মত যাবেন, যদি সেই লোকেশন মত ফোল্ডার না থাকে তাহলে ফোল্ডার তৈরী করুন।
প্রথমে C-Program Files> Common Files> Nokia> DataPackage> Products> RM-
এই লোকেশনে যাওয়ার পর সম্ভবত নকিয়ার ফোল্ডারের পরে আর ফোল্ডার নেই, তাই বাকি গুলো আপনি করে নিবেন এবং শেষে খেয়াল করুন RM- এই লেখাটর পরে আপনার RM- কত? তা লিখুন, ফোল্ডারটিতে যেমন আমার RM- সহ লিখলাম RM-237, তাহলে এখন আমার ফোল্ডার হল C>Program Files> Common Files> Nokia> DataPackage> Products> RM-237 এবার এই ফোল্ডারটি RM- ওপেন করুন সেখানে আপনার Firmware ফাইল ৬টি কপি/পেষ্ট করুন।
দ্বিতীয় বার আবার ফোল্ডার তৈরী করুন ঠিক একই ভাবে, যদি আপনার ফোল্ডার না করা থাকে: C > Program Files> Nokia> Phoenix> Products> RM- এখানেও আপনি RM- নাম্বারটি বসিয়ে দিন, তাহলে এখানে হবে RM সহ C > Program Files> Nokia> Phoenix> Products> RM-237, এখন আপনি আরএম ফোল্ডারটি ওপেন করে এখানেও আপনার Firmware ফাইল ৬টি কপি/পেষ্ট করুন।
এবার আপনি OGM JAF PKEY Emulator_v 5 নামের সফটওয়্যারটি ওপেন করুন ওপেন করলে নিচের ছবিটির মত একটি পেজ আসবে সেখানে গোতে ক্লিক করুন।
পিক্সার ০৩।
গোতে ক্লিক করার পরে নিচের ছবিটির মত আসবে, ভয় পাবার কিছু নেই, এটা ওকে করে দিন।
পিক্সার ০৪।
যদি নিচের ছবিটির মত কারো আসে, এটা সবার আসবে না, যদি আসে তাহলে এটা আপনি Unblock করে দিন।
পিক্সার ০৫।
ওকে করার পরে নিচের ছবিটির মত আসবে সেখানে বিবি৫-তে ক্লিক করুন।
পিক্সার ০৬।
এবার আপনার সেটটি কেবল দিয়ে পিসিতে লাগান।
বিবি৫ ক্লিক করার সাথে সাথে নিচে
JAF version 1.98.62
Detected PKEY: 90009699
Card life counter: 99.99%
P-key nokia module version 01.02
FBUS INTERFACE NOT CONNECTED!!!
USB Cable Driver version: 7.1.69.0
Changing mode…Done!
এই লেখা গুলো আসবে।
এবার আপনি এখান থেকে Manual Flash, Factory set, normal mode গুলিতে টিক দিন,
পিক্সার ০৭।
এখানে কিছু কথা আছে, তাহল যদি আপনার সেট কোন রকম ওপেন হয়ে থাকে তাহলে কোন সমস্যা নেই, আর যদি আপনার সেট একদমই ওপেন হয় না মানে ডেট তাহলে আপনি Dead USB নামে অপশনটিতেও টিক দিন এবং সব শেষে Use INI নামে টিতে টিক দিন।
Use INI টিক দেয়ার সাথে সাথেই নিচের ছবিটির মত একটি ডায়েলক বক্স আসবে সেখানে আপনি আপনার সেট এর নাম এবং আরএম সিলেক্ট করুন।
পিক্সার ০৮।
এবার ওকে করুন। ওকে করার পরে উপরে লাল চিহ্নটি দেখুন এই কালারের হবে। এবং নিচের রেজাষ্ট এ এই মেসেজ গুলো দিবে।
JAF version 1.98.62
Detected PKEY: 90009699
Card life counter: 99.99%
P-key nokia module version 01.02
FBUS INTERFACE NOT CONNECTED!!!
USB Cable Driver version: 7.1.69.0
Changing mode…Done!
FILES SET FOR FLASHING:
MCU Flash file: NONE
PPM Flash file: NONE
CNT Flash file: NONE
APE Variant file: NONE
Searching for JAF saved location of ini…
Checking path: C:Program FilesNokiaPhoenixProductsRM-237
Searching for default location of ini…
Checking path: ProductsRM-237
Searching for JAF saved location of ini…
Checking path: C:Program FilesNokiaPhoenixProductsRM-237
Scanning ini files…
Searching for default location of ini…
Checking path: ProductsRM-237
Checking path: C:Program FilesNokiaPhoenixProductsRM-237
FILES SET FOR FLASHING:
MCU Flash file: C:Program FilesNokiaPhoenixProductsRM-237rm237__07.30.mcusw
PPM Flash file: C:Program FilesNokiaPhoenixProductsRM-237rm237__07.30.ppm_b
CNT Flash file: C:Program FilesNokiaPhoenixProductsRM-237rm237__07.30.image_b_era_pl2
APE Variant file: NONE
Languages in ppm: English,German,French,Polish,Romanian,Hungarian
পিক্সার ০৯।
এবং সবশেষে FLASH এ ক্লিক করুন। FLASH এ ক্লিক করার পরে নিচের পিক্সারটির মত একটি ডায়লক মেসেজ আসবে সেখানে আপনি ইএস করে দিন।
পিক্সার ১০।
ইএস করলে একটু অপেক্ষা করুন এবার নিচের রেজাষ্ট মেসেজ ঘরে কিছু মেসেজ দিবে
JAF version 1.98.62
Detected PKEY: 90009699
Card life counter: 99.99%
P-key nokia module version 01.02
FBUS INTERFACE NOT CONNECTED!!!
USB Cable Driver version: 7.1.69.0
Changing mode…Done!
FILES SET FOR FLASHING:
MCU Flash file: NONE
PPM Flash file: NONE
CNT Flash file: NONE
APE Variant file: NONE
Searching for JAF saved location of ini…
Checking path: C:Program FilesNokiaPhoenixProductsRM-237
Searching for default location of ini…
Checking path: ProductsRM-237
Searching for JAF saved location of ini…
Checking path: C:Program FilesNokiaPhoenixProductsRM-237
Scanning ini files…
Searching for default location of ini…
Checking path: ProductsRM-237
Checking path: C:Program FilesNokiaPhoenixProductsRM-237
FILES SET FOR FLASHING:
MCU Flash file: C:Program FilesNokiaPhoenixProductsRM-237rm237__07.30.mcusw
PPM Flash file: C:Program FilesNokiaPhoenixProductsRM-237rm237__07.30.ppm_b
CNT Flash file: C:Program FilesNokiaPhoenixProductsRM-237rm237__07.30.image_b_era_pl2
APE Variant file: NONE
Languages in ppm: English,German,French,Polish,Romanian,Hungarian
Backing up CRT…
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
আবার নিচের মত একটি ডায়লক বক্স আসবে।
পিক্সার ১১।
এখানেও yes করুন।
এখানে নিচে রেজাল্ট বক্স যদি লেখা আসে একদম নিচে দেখবেন সার্চ ফোন তখন আপনার ফোনটি পাওয়ার বাটটি একটু চেপে ধরুন অন হবার জন্য, যেন আপনার মোবাইলকে পিসি সার্চ করে পায়।
P-key nokia module version 01.02
Init usb communication…
Failed to backup CRT…
Detected P-KEY: 9000AAC9
P-key nokia module version 01.02
Init usb communication…
Searching for phone…
যদি আপনার ফোনকে সঠিক ভাবে পায় তাহলে নিচের ছবিটির মত আসবে এবং লাল দেখাবে, মানে বর্তমানে আপনার ফোনের যে সফটওয়্যারটি আছে সেটি কেটে ফেলতেছে।
এভাবে কিছুক্ষণ আপনার ফোনের সফটওয়্যার কাটবে তারপর নিচের ছবিটি দেখুন এই রকম যখন আসবে তখন বুঝবেন আপনার দেয়া সফটওয়্যার আপনার ফোন ইন্সটল হচ্ছে।
পিক্সার ১৩।
ফ্লাশ সম্পন্ন হলে নিচের মেসেজ গুলো দেখতে পাবেন।
JAF version 1.98.62
Detected PKEY: 90009699
Card life counter: 99.99%
P-key nokia module version 01.02
FBUS INTERFACE NOT CONNECTED!!!
USB Cable Driver version: 7.1.69.0
Changing mode…Done!
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
Failed! Aborting!
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
Failed! Aborting!
FILES SET FOR FLASHING:
MCU Flash file: NONE
PPM Flash file: NONE
CNT Flash file: NONE
APE Variant file: NONE
Searching for JAF saved location of ini…
Checking path: C:Program FilesNokiaPhoenixProductsRM-237
Searching for default location of ini…
Checking path: ProductsRM-237
Searching for JAF saved location of ini…
Checking path: C:Program FilesNokiaPhoenixProductsRM-237
Scanning ini files…
Searching for default location of ini…
Checking path: ProductsRM-237
Checking path: C:Program FilesNokiaPhoenixProductsRM-237
FILES SET FOR FLASHING:
MCU Flash file: C:Program FilesNokiaPhoenixProductsRM-237rm237__07.30.mcusw
PPM Flash file: C:Program FilesNokiaPhoenixProductsRM-237rm237__07.30.ppm_b
CNT Flash file: C:Program FilesNokiaPhoenixProductsRM-237rm237__07.30.image_b_era_pl2
APE Variant file: NONE
Languages in ppm: English,German,French,Polish,Romanian,Hungarian
Backing up CRT…
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
Failed to backup CRT…
Detected P-KEY: 90009699
P-key nokia module version 01.02
Init usb communication…
PRESS POWER ON NOW!
Searching for phone…Found
Sending RAW loader…
Using 06.02.002
Elf2flash 02.33.000 RAW loader…
Patching RAW boot step1…
Patching RAW boot step3…
Sending RAW Loader…
……………….Loader Sent!
Stage 2 starting………………………………………………………..Loader Sent!
Stage 3 starting………………Phone prepared OK!
Waiting for the phone to boot…
Searching for phone…
Status byte: 8000
Selecting CMT flash…
Result: 0000
Phone is in flash mode…
CMT blocks: 1454, APE blocks: 0
Erasing cmt…
Processing C:Program FilesNokiaPhoenixProductsRM-237rm237__07.30.mcusw…
Erasing cmt zone 00000000 – 000006BF … Erase result: 0000
Erasing cmt zone 000006C0 – 0001FFFF … Erase result: 0000
Erasing cmt zone 00020000 – 0007FFFF … Erase result: 0000
Erasing cmt zone 00080000 – 000DFFFF … Erase result: 0000
Erasing cmt zone 00100000 – 001FFFFF … Erase result: 0000
Erasing cmt zone 00200000 – 0031FFFF … Erase result: 0000
Erasing cmt zone 00320000 – 0105FFFF … Erase result: 0000
Erasing cmt zone 01060000 – 01067FFF … Erase result: 0000
Erasing cmt zone 01068000 – 0107FFFF … Erase result: 0000
Processing C:Program FilesNokiaPhoenixProductsRM-237rm237__07.30.ppm_b…
Erasing cmt zone 01080000 – 0151FFFF … Erase result: 0000
Processing C:Program FilesNokiaPhoenixProductsRM-237rm237__07.30.image_b_era_pl2…
Erasing cmt zone 01520000 – 01FDFFFF … Erase result: 0000
Send CMT CFG…
Writing cmt…
Processing C:Program FilesNokiaPhoenixProductsRM-237rm237__07.30.mcusw…
Sending CMT HASH for NOLO
Sending CMT HASH for KEYS
Sending CMT HASH for PRIMAPP
Sending CMT HASH for PASUBTOC
cmt->PAPUB_CERTIFICATE_DATA_BB5 block detected
cmt->PAPUB_CERTIFICATE_DATA_BB5 block detected
cmt->PAPUB_CERTIFICATE_DATA_BB5 block detected, sending…
cmt->PAPUB keys already sent…
Sending CMT HASH for UPDAPP
Sending CMT HASH for DSP0
Sending CMT HASH for MCUSW
Sending CMT HASH for PMM_CONF
Sending CMT HASH for SBIF_CONF
Processing C:Program FilesNokiaPhoenixProductsRM-237rm237__07.30.ppm_b…
Processing C:Program FilesNokiaPhoenixProductsRM-237rm237__07.30.image_b_era_pl2…
Rebooting…
Finishing CMT session…
Restarting CMT…
Pooling phone…
Phone not found…
Second try…
MCUSW: V 07.30
07-05-09
RM-237
(c) Nokia.
APESW: (null)
VariantSW: (null)
Prodcode: 0550542
Setting test mode…
Setting FULL FACTORY…
Operation took 0 minutes 0 seconds…
Done!
Done!
লাষ্টে যখন দেখবেন
Operation took 0 minutes 1 seconds…
Done!
Done!
লেখাটি আসবে তখন আপনি ফোনের দিকে তাকিয়ে দেখুন, আপনার ফোন অটো ওপেন হয়ে গেছে তখন বুঝবেন ফ্লাশ সম্পন্ন হয়েছে, ব্যাস সব কিছু কেটে দিন এখন।
ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার
আমাদের সাইটের সকল পোষ্ট আপনার ফেসবুকের ওয়ালে পেতে পেজ লাইক করুন (পিসি হেল্প সেন্টার)
উল্কা টিউন ভাই ।অনেক ভাল হইছে ।
ধন্যবাদ । এটা আমার প্রয়োজন ছিল ।
ধন্যবাদ আপনাকেও।
thanks bro kosto kore ato boro akta post korar jonno
apnak o Thanks
vai JAF ai file ta download korbo kothai click kora link aclick korla download korar kicoy to daki na
ভাই লিংক ঠিকিই আছে, আপনি ঐ লিংকে ক্লিক করার পরে উপরে যে লিংক আসবে সেখানে ক্লিক করলেই ডাউনলোড করতে দিবে।
hum link thik e asa, tobe ami pc tay boslay link update koray debo. wait
অনেক ধন্যবাদ ।
apna k o Thanks
Thanks vai
nice tune vai
thanks for comment
all smyli 4 this post
thanks 4 comment
kichu bolar nai , fata fati ,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ধন্যবাদ ভাই।
ভাই JAF & OGM JAF PKEY Emulator ফাইলটা IDM দিয়া ডাউনলোড করতে পারলাম না…।।
ডাউনলোড করতে গেলে কি লেখা আসে?
Ei rokom ekta message ase……JAF_1.98.62.exe
The web site sent a web page instead of a file when IDM requested this file second time. Probably this site user temporary link and does not allow requesting the same address twice.
Try to delete this download, then start it again from your browser and, when IDM captures it, download it without it a stop/pause.
ভাই আমি এই মাত্র চেক করলাম, লিংক ঠিক আছে, আপনার আইডিএম এ সমস্যা আছে মনে হয়, তাই এই মেসেজ দেয়, আপনি অন্য কোন ডাউলোডার দিয়ে চেষ্টা করুন।
OGMJAFPKEYEmulator_v5y.zip
some sites do not allow requesting the same file twice.
The browser made the first request of “OGMJAFPKEYEmulator_v5.zip” file and then when IDM tired to request the same file again,the site sent a web page to IDM instead of the download.
To take over this download you can set a special key in *IDM option->General->Keys….*. Press and hold this key while clicking on download link/button so that IDM could take over the download before the first browser request. Note that *Ins* key should work for most browser.
ভাই যদি পারেন সফটওয়্যার দুটি মিডিয়াফায়ারে আপলোড করে দিবেন……।। এটা আমার খুব দরকার…ধন্যবাদ ভাই ।।
আপনি আবার চেষ্টা করুন, না হলে দেয়া যাবে, তবে নতুন করে আপলোড করতে হলে আবার অনেক সময় হবে।
ভাই আমার আইডিএম দিয়া সব ফাইল ডাউনলোড হয় শুদু আপনার এই লিং থেকে ডাউনলোড হচ্ছেনা………..।। দুইদিন ধরে অনেক বার চেষ্টা করেছি কিন্তু কোন কাজ হলনা..।
vai@ IDM remove kore abar install korlam bt kaj hocchena….pls koshto kore ekta poddothi bolen…kivabe eta download korte pari…..IDM stop kore shudu Mozila diya kivabe download korbo….IDM k tho stop korte partechina auto chole ashe & problem kore…
আপনার আপনার ষ্টার্টআপ থেকে যেখানে আপনার কম্পিউটারে টাইম দেখায়, সেখানে দেখুন আইডিএম এর একটি আইকন সেটির উপরে রাইট ক্লিক করে Exit তে ক্লিক করুন, যদি তারপরও সমস্যা করে, তাহলে আন্সটল করে দেখুন কাজ হয় কিনা।
ভাই সব ডাউনলোড টিক টাক হয়েছে কিন্তু নতুন আরেকটি সমস্যা হইতেছে……।। NAVIFIRM ওপেন করলে Communication Error দেকাচ্ছে এবং কোনোকিছু আসতেছেনা……।।
ধন্যবাদ মন্তব্য করার জন্য, আপনি কি সমস্যায় পরেছেন তার একটি স্ত্রীন শর্ট সহ https://www.facebook.com/groups/pchelpcenter/ এই গ্রুপে পোষ্ট করুন।
আপনাকে ধন্যবাদ । এটা আমাদের অনেক কাজে আসবে
আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য।