পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করলাম

 

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি।

শুভ 12/12/12

১২/১২/১২

আমাদের অনেকেরই পিসিতে বিভিন্ন কারনে অনেক ফাইল নষ্ট হয়ে যায়, যার ফলে ফাইল গুলো দিয়ে সঠিক ভাবে কাজ করা যায় না, আবার দেখা যায় অনেক ফাইল ডিলেক্ট করতে গেলেও ডিলেক্ট হয় না, এই সব সমস্যার সাধারনত নিচের ছবিটির মত আসে।

Cannot delete file: connote read from the source file or disk

ফাইল/ফোল্ডার ডিলেক্ট বা কপি/মুভ হয় না? ব্যবহার করতে পারছেন না?

পিক্সার ০১।

এই রকম ফাইল নষ্ট হয় সাধারনত পিসিতে ভাইরাসের কারনে হতে পারে, আবার কোন ফাইল রিকোভার করলেও কিছু কিছু ফাইল এই সমস্যার কারণ হয়, এই রকম আরো অনেক কারন আছে। এই রকম যদি কারো পিসিতে আসে তাহলে কি করবেন? এই সমস্যার সমাধানের জন্য একটি ছোট্ট সফটওয়্যার আছে যার নাম আনলকার সাইজ মাত্র ৭৫৩কে.বি।

তাহলে কি ভাবে কাজ করবেন? প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং আপনার পিসিতে সেটাপ করুন, সেটাপ করার পরে আপনি যে ফাইলটি ডিলেক্ট করতে চান সেই ফাইলটির উপরে রাইট ক্লিক করুন এবং আনলকার নামে একটি মেনু পাবেন সেই মেনুতে ক্লিক করুন।

পিক্সার ০২।

এটিতে ক্লিক করলে নিচের মত কিছু অপশন পাবেন সেখানে আপনার দরকারী অপসনটি সিলেক্ট করুন।

পিক্সার ০৩।

এখানে আপনি যদি ফাইলটি ডিলেক্ট করতে চান তাহলে ডিলেক্ট, সিলেক্ট করুন আবার যদি আপনি মনে করেন আপনার ফাইলটি দরকার কিন্তু ফোল্ডারটি ওপেন হচ্ছে না, বা ফাইলটি একই সমস্যার কারনে কাজ করছে না, তাহলে আপনি ফাইলটি মুভ করে কাজ করাতে পারবেন, যদি আপনি মুভ করেন তাহলে মুভ সিলেক্ট করুন মুভ এ ক্লিক করার পরে আরো একটি উন্ডো আসবে আপনার সামনে সেখানে আপনি সিলেক্ট করুন কোন ফোল্ডারে এই ফাইলটি মুভ করে থাকবে, ব্যাস কাজ শেষে এবার ওকে করুন। এখন আপনার ফাইল যদি অনেক বড় সাইজের হয় তাহলে কাজটি করতে একটু বেশি সময় নিবে প্রোসেসিং চলবে, আর যদি ছোট হয় তাহলে দেয়া মাত্রই হয়ে যাবে। মুভ বা ডিলেক্ট হলে আপনি নিচের মত একটি সাকসেস ফুল নামে মেসেজ পাবেন, তাহলে বুঝবেন কাজ শেষ, এবার আপনি আগের মতই ফাইলটি ব্যবহার করতে পারবেন।

 

পিক্সার ০৪।

ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…

ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার

আমাদের সাইটের সকল পোষ্ট আপনার ফেসবুকের ওয়ালে পেতে পেজ লাইক করুন (পিসি হেল্প সেন্টার)