সফটওয়্যার ছাড়া ফোল্ডারে পাসওয়ার্ড
Mofazzal Hossain | ১,৮৭১ বার পঠিত | ডিসেম্বর ৭, ২০১২ | টিপস্ এন্ড ট্রিকস্ | ৬ | ১০:৫২ AM |
এখন ফোল্ডারে পাসওয়ার্ড বা গোপন নম্বর দেয়ার জন্য দরকার হবে না কোনো সফটওয়্যারের। আর সফটওয়্যার ছাড়া এ কাজটি করতে হলে বাছাইকৃত ফোল্ডারটির ওপর মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করুন। এবার Send to অপশনে গিয়ে Compressed (Zipped folder) folder-এ ক্লিক করুন। ফলে ফোল্ডারটি Zip Folder-এ রূপান্তরিত হবে। এখন এই Zip folder-এ মাউস পয়েন্ট রেখে আবার ডান বাটনে ক্লিক করুন এবং Open with-এর Compressed (Zipped) folder-এ ক্লিক করুন। এখন যে নতুন উইন্ডোটি আসবে, সেখানে যে কোনো খালি জায়গায় মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করে add a password-এ ক্লিক করতে হবে এবং Password ও confirm Password-এ একই গোপন নম্বর দিয়ে ok করে দিতে হবে।

যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
Share korar jonno tnx
ধন্যবাদ শেয়ার করার জন্য…………………
Thanks vi shera korar jonno.
শেয়ার
করার জন্য ধন্যবাদ ।

তবে ভাই pic দিয়ে করলে আরও ভাল হত
1st post , nice

zip folder হওয়ার পর open with এ compresef zip folder টি আসেনা। কি করতে হবে?