আস্সালামলাইকুম সবাই কেমন আছেন?আসা করি সবাই ভালোই আছেন।আমিও ভালোই আছি।যাই হোক এখন মূল কথায় আসি।
আমরা 4 জিবি , 8 জিবি পেনড্রাইভ ব্যবহার করে থাকি । কিন্তু অনেকে 1 জিবি , 2 জিবি ব্যবহার করি । 1 জিবি অথবা 2 জিবি পেনড্রাইভে বড় সাইজের কোন মুভি নেয়া যায় না অথবা কেটে কেটে নিতে হয় । কেটে কেটে নিলে ছবি দেখার মজাটাই নষ্ট হয়ে যায় বা টুকরো টুকরো ফাইল দেখলে অনেকেরই বিরক্ত লাগে । কিন্তু একটি সফটওয়ার আছে যা আপনি ব্যবহার করলে ফাইলগুলো কেটে কেটে আপনি আপনার কম্পিউটারে নিতে পারবেন এবং মূল ফাইল যদি একটি থাকে তাহলে আপনি আবার সেটিকে একটি ফাইলে রুপান্তরিত করতে পারবেন । এতে আপনার কম্পিউটারের নিরাপত্তাও বৃদ্ধি পাবে যেমন আপনি চান না কেউ আপনার পারসোনাল মুভিগুলো দেখুক । তাহলে আপনি সেগুলোকে টুকরো করে রেখে দিন । তাহলে ঐ সফটওয়ার ছারা ওগুলো জোড়া না লাগিয়ে চালানো যাবে না ।
সফটওয়ার টি এখান থেকে ডাউনলোড করে নিন । আশা করি সফটওয়ার টি অবশ্যই আপনাদের কাজে আসবে ।
ব্যবহার করুন পরে ভাল লাগলে মন্তব্য দিবেন ।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
সাগতম
hmm nicepost