সবাই কেমন আছেন । আশা করি সবাই  ভাল আছেন । আজ আপনাদের সাথে   রবির ৩০ Mb Use করার নিয়মটা শেয়ার করব   । যাদের রবি প্রিপেইড সিম আছে তারা সহজে ৩০ এমবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন । আর কথা না বাড়িয়ে কর্মপদ্ধতি শুরু করা যাক ।

১. প্রথমে যে দিন ইন্টারনেট ব্যবহার করবেন, ঐ দিনের আগের দিন *৮৯৯৯*৩৬# ডায়েল করে গতি প্যাকেজ একটিভ্ করে নিন ।

২. তারপরের দিন ২০ টাকা রিচার্জ করে নিন ।

৩. এরপর *৮৯৯৯*২৬# ডায়েল করুন । এবং *৮৪৪৪*২১* ডায়েল করুন । এবার *২২২*৮১# ডায়েল করে আপনার ইন্টারনেট ব্যালেন্স চেক করুন । দেখবেন যে আপনার ইন্টারনেট ব্যালেন্স ৩০ এমবি ।

বিঃদ্রঃ ইন্টারনেট ব্যালেন্সের মেয়াদ কিন্তু একদিন । ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।