আসসালামু আলাইকুম /নমস্কার ।সবাই কেমন আসেন আসাকরি সবাই ভাল আছেন।
আজকে আমি আপনাদের একটা মজার সফটওয়্যার কথা জানাব । যদিও অনেকে জানেন । যারা জানেন না তাদের জন্য আমার শেয়ার করা । আমাদের কম্পিউটারে যারা উইন্ডোজ এক্স-পি,ভিস্তা বা ৭ ব্যবহার করি তার ফোল্ডার আইকন হলুদ রংয়ের থাকে। ফোল্ডার হাইলাইট(FolderHighlight) ব্যবহার করে রং পরিবর্তন এবং টুল টিপ যুক্ত করতে পারি।
ফোল্ডার হাইলাইট(FolderHighlight) এর মাধ্যমে আপনি যেকোনো ফোল্ডারের রং পরিবর্তন করতে পারবেন।যদিও উইন্ডোজের মাধ্যমে ফোল্ডার আইকন পরিবর্তন করা যায় কিন্তু ফোল্ডার হাইলাইট(FolderHighlight) দিয়ে এক্সপ্লোরারের রাইট ক্লিক মেনুর মাধ্যমে রং পরিবর্তন করা যায়।
কিভাবে ব্যবহার করবেন?
ফোল্ডার হাইলাইট(FolderHighlight) ব্যবহার করা খুবই সহজ আপনি আপনার কম্পিউটার যতটুকুই জানুন না কেন।ফোল্ডারের রং পরিবর্তন করতে,মাউস দিয়ে যে ফোল্ডারের রং পরিবর্তন করবেন তাতে রাইট ক্লিক করুন। তারপর কনট্যাক্স মেনু থেকে ফোল্ডার হাইলাইট(FolderHighlight) সিলেক্ট করুন এবং উপযুক্ত রং নির্বাচন করুন।
যেসকল অপারেটিং সিস্টেম সাপোর্ট করে:
উইন্ডোজ ২০০০,উইন্ডোজ ২০০৩,উইন্ডোজ এক্স-পি,উইন্ডোজ ভিস্তা এবং উইন্ডোজ ৭ এর x86 (৩২ বিট) এবং x64(৬৪বিট)
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।
apnonakeo thanks bro frist comment korar jonno
nice post
thanks bro
Daroon vai
@shah Zobayer Ahmed ভাই আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য