পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করলাম
আসসালামু আলাকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। তবে আর কথা বাড়িয়ে লাভ কি? বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
বেশি কথা না বাড়িয়ে কি ভাবে কাজ করতে হয় তা আপনি সফটওয়্যারটি ওপেন করলেই বুঝতে পারবেন, শুদু ওপেন করবেন তাহলেই দেখবেন ভিডিও টিউটোরিয়াল সামনে এসেগেছে সেটি ক্লিক করলেই আপনি কিভাবে কাজ করবেন তা দেখাবে। নিচে একটি নমুনা দেয়া হল।
কিছু বিবরন:
খারাপ চেহারা বা কালো দাগ মোছা যাবে।
আপনার শরীরের যে কোন যায়গা থেকে আপনি চাইলে মোটা অথবা চেকন করতে পারবেন।
কিছু কিছু ছবি থেকে চাইলে আপনি অনেক অংশ বাদ দিয়েও দিতে পারবেন।
চেহারাসহ শরীরের যে কোন যায়গা সুন্দার করা যায়।
চেহারায় মেকাপ করা যায়।
ফুল ভার্সন।
ডাউনলোড লিংক (Mediafire.com) PhotoInstrument
ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার
আমাদের সাইটের সকল পোষ্ট আপনার ফেসবুকের ওয়ালে পেতে পেজ লাইক করুন (পিসি হেল্প সেন্টার)
ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য । প্রিয়তে রাখলাম ।
আপনাকেও ধন্যবাদ সর্বপ্রথম কমেন্ট করার জন্য।
Thanks 8ro
ধন্যবাদ আপনাকেও।