আপনি যা চাইবেন তাই চলবে মিউজিক প্লেয়ারে ।

নমষ্কার । আশা করি সকলে ভাল আছেন ।

কয়েক দিন ধরে কোনো টিউন করতে পারছি না ।তাই একটু সময় পেয়ে বসে গেলাম ।

আমরা যারা Nokia JAVA multimedia মোবাইল চালাই তাদের জন্য আমার এই লেখা ।

যদি পূর্বে ইহা প্রকাশিত হয় , তবে তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত ।

সমস্যাঃ
আমাদের Nokia ফোন এর Memmory Card যেসব গান বা ভিডিও রাখলে তা সরাসরি আমাদের Music Player এ চলে আসে । তবে আমারা একটু ইচ্ছা করলেই আমাদের Music Player এ ইচ্ছা আমাদের ইচ্ছা মত গান বা ভিডিও রাখতে পারি ।

আমরা যেসব গান বা ভিডিও Music Player এ রাখতে চাই না , কিন্তু সেটা Memmory Card এ রাখতে চাই । তাদের জন্য এই টিউন ।

সমাধানঃ
১ । প্রথমে আপনি আপনার ফোনের মেমরি কার্ড এর Root এ অর্থাত্‍ E:// ড্রাইভে মানে সরাসরি মেমরি কার্ডে একটা ফোল্ডার যোগ করুন ।

২। ফোল্ডারটির নাম দিন Tones । মনেরাখবেন বানানটি যেন ভুল না হয় ।এবং আগে পিছে যেন কোনো স্পেস না থাকে ।

৩। এবার যেসব গান বা ভিডিও কে Music Player এ নিতে চান না সেসব গান বা ভিডিও কে আপনার তৈরিকৃত Tones নামক ফোল্ডারে স্থানান্তরিত করে দিন ।

৪। এবার আপনার মেমরি কার্ডটি আপনার ফোন থেকে খুলে ফেলুন ।

৫। এবার আপনার ফোন মেমরি অর্থাত্‍ C:// ড্রাইভে এর থাকা সকল গান বা ভিডিও কে Music Player এ আপডেট করুন ।যদিও বা ইহা অটোমেটিক ই হয় ।

৬। এবার আপনি আপনার মেমরি কার্ড ফোনে লাগান ।এবং Music Libray Update করুন ।

দেখবেন আপনি যেসব গান বা ভিডিও কে Tones এ রেখেছিলেন সেগুলো Music Player আসে নি ।

আপনি যদি Tones এ রাখা ভিডিও বা গান দেখতে চান তবে নিচেয় পাথ টি অনুসরণ করুন ।
E://Tones/YourFile
তাহলেই পাবেন ।

বিশেষ দ্রষ্টব্যঃ ১। যদি আপনি গ্যালারি থেকে Tones এ গিয়ে ঐ গান বা ভিডিও বাজান তবে সেটা অটোমেটিক Music Player এ চলে আসবে ।

২। কিন্তু যদি Application থেকে গিয়ে বাজান তবে যাবে না ।

৩ । আপনি ইচ্ছা করলে Tones এর বদলে Recordings ও ব্যবহার করতে পারেন ।

আজ এ পর্যন্তই ।
আগামী পর্বে বলবঃ কিভাবে সফটওয়্যার ছাড়াই ফোল্ডার Hide করা যায় ।

সে পর্যন্ত ভাল থাকুন ।