শুরুতে আমার সালাম নিবেন। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন? আমিও আল্লাহর অশেষ রহমতে ভালই আছি।একটু সময় করে দেখুন আপনার কাজে আসতে পারে।
কথা না বাড়িয়ে কাজ এর কথা বলি
কে বলে আপনি photoshop এর কাজ পারেন না??
এবার আপনি ও পারবেন…
প্রথমে file থেকে new file নিয়ে text লিখুন Arial Black font এ।Background color দিন Black.
এরপর text লিখুন এবং কালার দিন উজ্জল রঙ এর।তারপর Ctrl চেপে text layer select করুন।
তারপর select menu থেকে Feather click করুন এবং ২ লিখে ok করুন।
এরপর Filter menu থেকে Blur থেকে Radial Blur select করুন।Ammount 100 করে দিন, Blur Method Zoom করে দিন এবং Quality Best করে দিন। ok করে দিন।
তারপর key board থেকে Effect বাড়ানোর জন্য Ctrl+F একবার চাপুন।এরপর select menu থেকে Inverse click করুন,পুনরায় ctrl+F press করুন। ব্যাস আপনার কাজ শেষ।
এবার দেখুন আপনার text এর মাঝে কত সুন্দর effect পরেছে।
এবার save করে নিন।
ভাল লাগলে comment করতে ভুলবেন না।
সবাই ভাল থাকেন এই কামনায় আজ এই পর্যন্ত ।আল্লাহ হাফেজ ।
hi good post.
Good
হুম জটিল হইছে,
চেক করে দেখলাম সফল হয়েছি,
ধন্যবাদ শেয়ার করার জন্য। 
সবাইকে ধন্যবাদ……………