আমার সালাম নিবেন আশাকরি সবাই ভালো আছেন ।
কাজ : যে ফোল্ডারটিকে আপনি আইকন মোবাইলের যেকোনো ফোল্ডার এর icon পরিবর্তন করে সেখানে Theme এর icon দিতে চাইলে>> যে ফোল্ডারটির Icon change করতে হবে সেই ফোল্ডার এর নামের শেষে .nth যুক্ত করতে হবে। যেমনঃ Pictures নামের ফোল্ডারটির icon change করতে হলে ফোল্ডারটির নাম পরিবর্তন করে Pictures.nth বানাতে হবে, তাহলেই দেখবেন ফোল্ডারটির icon পরিবর্তন হয়ে গিয়েছে।। টিপস ৩ মোবাইলের যেকোনো ফোল্ডার এর icon মুছে ফেলতে চাইলে>> যে ফোল্ডার এর icon মুছে ফেলতে হবে সেই ফোল্ডার এর নামের শেষে .otb যুক্ত করতে হবে। যেমনঃ Pictures নামের ফোল্ডারটির icon মুছে ফেলতে হলে ফোল্ডারটির নাম পরিবর্তন করে Pictures.otb বানাতে হবে, তাহলেই দেখবেন ফোল্ডারটির icon মুছে গিয়েছে