আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশাকরি ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেস রহমতে ভাল আছি।
আমরা যারা নিদৃষ্ট পরিমান মেগা কিংবা গিগা ক্রয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকি, তাদের জন্য ইন্টারনেটে বসে দীর্ঘক্ষন পড়াশোনা করা বেশ ব্যয়বহুল একটি প্রজেক্ট। পাশাপাশি যারা ওয়েব ডিজাইনার হতে আগ্রহী তাদের মনে মাঝে মধ্যে ইচ্ছে জাগে “যদি এমন একটি সাইটের রিসোর্স পেতাম!” আমি বলব উভয়ের চাহিদাই পূরন হবে যদি সংগ্রহ করে নিতে পারেন একটি ফ্রি টুল, যার নাম BackStreet Browser এবং সাইজ মাত্র ১.৪৮ মেগাবাইট। এর মাধ্যমে সম্পূর্ন একটি সাইট আপনার কম্পিউটারে ডাউনলোড করে রাখতে পারেন এবং ব্রাউজ করতে পারবেন কোন প্রকার নেট কানেকশন ছাড়াই। তবে এর মাধ্যমে ডাউনলোড হবে শুধুমাত্র html, graphics format এবং java script সহ বেশ কিছু ফাইল-ফোল্ডার।
ব্যবহারবিধি বলতে শুধু এটুকু মনে রাখলেই চলবে যে, টুলটি রান করে New বাটনে ক্লিক করুন, URL এর ঘরে যে সাইটটি ডাউনলোড করতে চান তার ঠিকানা এবং ফোল্ডার এর ঘরে কোথায় সেভ হবে সে লোকেশন দেখিয়ে ok বাটনে ক্লিক।
ব্যাস এবার সংগ্রহ করে নিন BackStreet Browser
ভাল লাগলে কমন্টে জানাতে ভুলবে না…
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার
পূর্বে প্রকাশিত এখানে
বাশার ভাই পোস্ট টা চমত্কার হইছে ।