নমষ্কার । আশা করি সৃষ্টিকর্তার কৃপায় ভালই আছেন । কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল আলোচনায় ।
এরকম পোস্ট আগে হয়ে থাকলে ,তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত ।
আমরা অনেকেই মোবাইলে UC Broser দিয়ে ইন্টারনেট ব্যবহার করি । ইন্টারনেট ব্যবহার করার সময় আমাদের অনেকেরই ফোন করা বা SMS পাঠানের দরকার পড়ে । যার ফলে Browser থেকে বের হয়ে ফোন করতে হয় । যা অনেক বিরক্তিকর ।
আমি আজ বলব কিভাবে ব্রাউজার থেকে না বের হয়েই ফোন করা যায় ।
UC Browser এর একটি প্রোগ্রাম আগে যেটা নিম্নোক্ত ধাপ অনসরণ করে যেতে পারেনঃ
Menu>Tools>Dail>sms/dail
কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ ।
আমি আপনাকে বলছি কিভাবে আরো তাড়াতাড়ি কল করার অপশানে যেতে পারেন ।
CALL
কল করার জন্য Address bar এ লিখুন tel: এবং OK বাটন চাপুন । দেখবেন আপনার কল করার অপশান চলে এসেছে ।
SMS
SMS করার জন্য Address bar এ লিখুন sms: এবং OK বাটন চাপুন । দেখবেন আপনার SMS করার অপশান চলে এসেছে ।
এতে সরাসরি আপনি আপনার সকল ফোনবুকের নম্বর সার্চ করে পাবেন ।
আশা করি বুঝতে পেরেছেন । যদি কোনো সমস্যা হয় কমেন্ট করুন ।
আজ এ পর্যন্তই । আগামি দিন হাজির হব অন্য কোনো কিছু নিয়ে । সে পর্যন্ত স্বুস্থ্য থাকুন , ভাল থাকুন । ধন্যবাদ সকলকে ।
ধন্যবাদ ধীমান শেয়ার করার জন্য
W3LC0M3 শ্যামল ভাই
thanks for share.
Ami catagories ta thik kore dichi
হূম রাজিব ভাই
ভাই পোষ্ট করলে তার ক্যটাগরি ঠিক করে দিবেন। আপনি পোষ্ট করবেন এক বিষয়ে আর যদি ক্যটাগরি দেন অন্য বিষয়ে তাহলে কিহয়? পোষ্ট করা? তাই যে পোষ্ট করবেন তার ক্যটাগরী সঠিক ভাবে দিবেন, আর যদি সেটা না যানেন তাহলে আমাদের এই পেজটি লক্ষ করুন http://www.pchelpcenterbd.com/necessary-page/post-writing-instruction