নমষ্কার ,আশা করি সবাই ভাল আছেন । আজ আমি আপনাদের সাথে একটা Simple ট্রিকস শেয়ার করব ।
এটা অনেকেই হয়তবা জানেন ।যারা জানেন না তাদের জন্য দিয়েছি ।
কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি ।
— এটা Nokia এর সকল জাভা ফোনে কাজ করবে ।
আপনি আপনার ফোনে ফোনে যেকোনো ফোল্ডারকে এই আইকনে রূপান্তরিত করতে পারেন ।
কাজ : যে ফোল্ডারটিকে আপনি আইকন Change করতে চান ঐ ফোল্ডারটি Rename করে শুধু নামের শেষে .nth (ডট সহ)লিখাটি বসিয়ে দিয়ে OK করে দিন । এবার দেখুন মজা ।
যদি এটি না করতে পারেন তবে সরাসরি আপনি আপনার মোবাইলে একটা ফোল্ডার তৈরী করুন your name.nth এই নামে ।দেখবেন কাজ হরে গেছে ।
আজ এ পর্যন্তই ।
আমি এই টিউনে ভাষার সূষ্ঠ ব্যবহার করতে পারি নি ।এর জন্য আমি অন্তরিক ভাবে দুখিত । কোনো সমস্যা হলে কমেন্ট করুন । বা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন ।
ধন্যবাদ ধীমান ভাই ভাল একটা জিনিস শেয়ার করার জন্য । আপনার কাছ থেকে পরবর্তী পোস্ট এর অপেক্ষায় থাকলাম ।
হুম ধন্যবাদ শেয়ার করার জন্য। অনেক সুন্দার হইছে। 😀
WELCOME Brothers .
আসলে আমি ভাল করে লিখতে পারি নি । তাড়াতাড়ি করে ফেলছি তাই সুন্দর ভাবে উপস্থাপন করতে পারি নি ।
Good
ধন্যবাদ শেয়ার করার জন্য। কিন্তু দু:খের বিষয় হল আপনি একটি পোষ্টেও Set featured image ব্যবহার করেন নি, এটি খেয়াল করে করবেন, আর যদি না যানেন কি ভাবে করতে হয় তাহলে এই লিংকটি দেখুন এবং মন দিয়ে পড়ুন
http://www.pchelpcenterbd.com/necessary-page/post-writing-instruction পড়লেই পারবেন গাবরানোর কিছুই নেই।