নমষ্কার ,আশা করি সবাই ভাল আছেন । আজ আমি আপনাদের সাথে একটা Simple ট্রিকস শেয়ার করব ।

এটা অনেকেই হয়তবা জানেন ।যারা জানেন না তাদের জন্য দিয়েছি ।

কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি ।

— এটা Nokia এর সকল জাভা ফোনে কাজ করবে ।

আপনি আপনার ফোনে ফোনে যেকোনো ফোল্ডারকে এই আইকনে রূপান্তরিত করতে পারেন ।

কাজ : যে ফোল্ডারটিকে আপনি আইকন Change করতে চান ঐ ফোল্ডারটি Rename করে শুধু নামের শেষে .nth (ডট সহ)লিখাটি বসিয়ে দিয়ে OK করে দিন । এবার দেখুন মজা ।

যদি এটি না করতে পারেন তবে সরাসরি আপনি আপনার মোবাইলে একটা ফোল্ডার তৈরী করুন your name.nth এই নামে ।দেখবেন কাজ হরে গেছে ।

আজ এ পর্যন্তই ।

আমি এই টিউনে ভাষার সূষ্ঠ ব্যবহার করতে পারি নি ।এর জন্য আমি অন্তরিক ভাবে দুখিত । কোনো সমস্যা হলে কমেন্ট করুন । বা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন ।