শুরুতে আমার সালাম নিবেন। কেমন আছেন সবাই?  আশা করি ভালই আছেন? আমিও আল্লাহর অশেষ রহমতে ভালই আছি।একটু সময় করে দেখুন আপনার কাজে আসতে পারে।আজ আপনাদেরকে শিখাব,কিবাভে USB,ETC এর Write Protected এর হাত থেকে মুক্তি পেতে পারেন।আর কথা বাড়িয়ে আপনাদের বিরক্ত করতে চাই না।চলেন শুরু করি?

প্রথমে এই সমস্যা টির সাথে পরিচিত হই,আমরা সাধারন্ত যে সব Message পাই।

  • The disk is Write Protected.
  • Media is Write Protected.
  • Remove Write Protection or use another disk.
  • Can not Copy Files and folders, Drive is Write Protected.
  • Can not Format the drive, Drive is Write Protected.ETC

চলেন দেখি কিবাভে Write Protected কে বিদায় জানাব।

  • প্রথমে আপনার USB Device টি চেক করেন, Physical Lock থাকে তাহলে এই সমস্যা হবে  তাই এটি Unlock করে দেন।যদি Lock কি না থাকে তা হলে নিচের পদ্দতি অনুসরণ করুন।
  • Start Menu থেকে Run কমান্ডে গিয়ে regedit লিখে Enter চাপুন তাহলে নিচের ছবির মতন আসবে।

  • HKEY_LOCAL_MACHINE এ ডাবল কিল্কি করুন।
  • SYSTEM এ ডাবল কিল্কি করুন।
  • CurrentControlSet এ ডাবল কিল্কি করুন।
  • CurrentControlSet এ ডাবল কিল্কি করুন।
  • Control এ ডাবল কিল্কি করুন।
  • StorageDevicePolicies এ ডাবল কিল্কি করুন।যদি StorageDevicePolicies টি না থাকে তাহলে Control এর উপর Right বাটন click করে New => Key –>Select করে আপনাকে এটি (StorageDevicePolicies) তৈরি করে নিতে হবে।
  • বাম দিকের WriteProtect এর উপর ডাবল কিল্কি করুন।Edit Dword Value থেকে Value Data: 0 দিয়ে OK করুন।

  • Registry টি Exit করে দেন এবং আপনার Computer টি Restart করুন।কাজ শেষ আশা করি আপনার সমস্যা সমাধান হবে।

আমার পোষ্ট টি ঘুরে দেখার জন্য ধন্যবাদ, ভাল লাগেলে কমেন্ট করুন। মানুষ মাত্রই ভুল হতে পারে,ভুল ত্রুটি,হাসি,কান্না,দু:খ,সুখ,এসব নিয়েই মানুষের জীবন। ভুলে ভড়া জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,ভুল ত্রুটি ক্ষমার দৃর্ষ্টিতে দেখবেন। আবার আসবেন।আমার জন্য দুয়া করবেন যেন আপনাদের সাহায্যে আছতে পারি।