আসুন জেনেনিই, প্রথমে microsoftword ওপেন করে step> file>save as…..>tools>security option>password to open আর password to modify এ আপনার password দিন তারপর ok তে ক্লিক করুন, সেখনে confirm password নামে একটি বক্স আসবে সেখানে একি password দিন আবার একটি বক্স আসবে সেখানেও একি password দিন এবার ok করে file টি save করে নিন,এবার ফাইল টি ওপেন করে দেখান password চাইবে।
এটি একটি সাধারণ টিপস, যদি আপনাদের ভাল লাগে তাহলে আমাকে কম্যান্ড দিবেন তাহলে আমি একটু খুশি হব, আর হা এর আগে এই টি নিয়ে যদি কেউ পোস্ট করে থাকেন তাহলে আমাকে মাপ করবেন।
ধন্যবাদ শেয়ার করার জন্য।